ওমানের সাবেক রাষ্ট্রদূত গোলাম সারওয়ারকে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) পরবর্তী মহাসচিব হিসেবে নিযুক্ত করা হচ্ছে। বর্তমানে তিনি মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর সার্কের মহাসচিব হিসেবে বাংলাদেশের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
সার্ক সনদ অনুযায়ী, মহাসচিব পদে মনোনয়নের ক্ষেত্রে পেশাদার কূটনীতিক হওয়ার বাধ্যবাধকতা নেই। তবে পদটি গুরুত্বপূর্ণ হওয়ায় এবং বিশ্ব সম্প্রদায় বিশেষত দক্ষিণ এশীয় বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগে মুখ্য ভূমিকা রাখতে হয় বলে ওই পদে পেশাদারদেরই মনোনয়ন দেয়ার রেওয়াজ রয়েছে।
রোস্টার অনুযায়ী এবার আফগানিস্তানের ওই পদ পাওয়ার কথা ছিল। কিন্তু তালেবান শাসনকে আন্তর্জাতিক সম্প্রদায় অস্বীকার করায় তা আটকে গেছে। আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ার আগ পর্যন্ত জাতিসংঘের মতোই সার্কে আফগানিস্তানের চেয়ার খালি থাকছে।
গোলাম সারওয়ার ১৯৯১ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। তিনি বিসিএস ১০ম ব্যাচের (পররাষ্ট্র বিষয়ক) কর্মকর্তা। এর আগে তিনি ওমান ও সুইডেনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে অত্যান্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জেদ্দা, ওয়াশিংটন ডিসি, কাঠমান্ডু, কুয়ালালামপুর ও ইয়াঙ্গুনে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post