রমজান মুসলমানদের ত্যাগ ও আত্মশুদ্ধির মাস হলেও বাংলাদেশে দেখা যায়, অনৈতিকভাবে প্রায় প্রতিটি পণ্যের দাম বেড়ে যায়। কিন্তু তার বিপরীত চিত্রের দেখা মেলে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে। ওমান সহ এসব দেশ রমজান উপলক্ষ্যে বড় চেইনশপ থেকে শুরু করে ছোট দোকানেও দেয় বিশাল ছাড়। ক্রেতাদের কে কত বেশি মূল্য ছাড় দিতে পারে, সেটা নিয়ে রীতিমতো চলে প্রতিযোগিতা। ইতোমধ্যে আরব আমিরাতে বিভিন্ন কোম্পানি ঘোষণা করেছে রমজান উপলক্ষ্যে সর্বোচ্চ ছাড়ে পণ্য বিক্রি করবে।
ইতিমধ্যেই চলতি বছর রমজান উপলক্ষে হাজারো পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের খুচরা বিক্রেতারা। দেশটির বৃহত্তম কোম্পানি মাজিদ আল ফুতাইমের মালিকানাধীন রিটেইল জায়ান্ট ক্যারিফোর ২১ ফেব্রুয়ারি থেকে ৬ হাজারেরও বেশি পণ্যের উপর ৫০ শতাংশ পর্যন্ত ছাড় চালু করেছে এবং রোজার মাস জুড়ে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে স্টক ১৫ শতাংশ বাড়িয়ে তুলবে বলে জানিয়েছে।
ব্যবসায়ীরা জানান, ক্যাম্পেইনটি ছয় সপ্তাহ ব্যাপী চলবে এবং এতে আন্তর্জাতিক ব্র্যান্ডের এক্সক্লুসিভ অফার এবং নিজস্ব প্রাইভেট লেবেলে ডিসকাউন্ট পাওয়া যাবে। শীর্ষস্থানীয় ব্র্যান্ডের তুলনায় স্থানীয়ভাবে তৈরি পণ্যের সরবরাহ এক্ষেত্রে বেশি থাকবে বলে জানায় তারা। এছাড়া পার্শ্ববর্তী খামারথেকে তাজা ফল ও সবজির দাম ৩০ শতাংশ পর্যন্ত কমানোর পাশাপাশি ‘আমিরাত ফ্রেশ ফেস্টিভ্যাল’-এর ও আয়োজন করা হবে। বিশেষকরে ছোলা, চিনি সহ যেসব পণ্য রোজাদাররা ব্যবহার করে থাকেন, সেসব পণ্যে সর্বোচ্চ ছাড় দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post