স্বরণকালের ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সিরিয়ার জন্য সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের বৃহত্তর নোয়াখালী শাখা। সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ওমানে অবস্থিত সিরিয়ান দূতাবাসের কাছে বিপুল পরিমাণ শীতবস্ত্র, শুকনো খাবার ও শিশুখাদ্য হস্তান্তর করেন তারা।
বৃহত্তর নোয়াখালী শাখার যুগ্ম আহবায়ক গাজী আব্দুল আলিম পলাশ ও সদস্য সচিব আবু ইউসুফের নেতৃত্বে ২১ ফেব্রুয়ারি ওমান থেকে এই ত্রাণ সহায়তা পাঠান তারা। বাংলাদেশি প্রবাসীদের এমন আন্তরিকতায় ভুয়ুসি প্রশংসা করেন দূতাবাসের কর্মকর্তারা। সেইসাথে দুস্থ মানুষের পাশে সহায়তার হাত বাড়ানোর জন্য তাদেরকে ধন্যবাদ দেয় দূতাবাস। এসময় আরো উপস্থিত ছিলেন আরমান, আবুল হোসেন, মামুন, বাবলু, ইয়াকুবসহ বৃহত্তর নোয়াখালী শাখার কার্যনির্বাহীর অন্যান্য সদস্যরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post