গোসল করতে বাথরুমে যেয়ে না ফেরার দেশে পারি জমালেন এক ওমান প্রবাসী। গত ২০ ফেব্রুয়ারি মাস্কাটের মাতরাহ শহরে মো, ফারুক নামে উক্ত প্রবাসী মারা যান। ঘটনাস্থল থেকে মো, রিয়াদ নামে তার এক সহকর্মী আমাদের জানান, দুপুর ১২টার দিকে গোসল করতে বাথরুমে যান ফারুক। সেখানেই তিনি স্ট্রোক করেন। পরবর্তীতে তাকে বদর আল সামা হাঁসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত ফারুকের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মুরাদ নগর থানার ষোলাপুকুরিয়া গ্রামে। বর্তমানে তার মরদেহ স্থানীয় একটি মর্গে রাখা হয়েছে। তিনি দীর্ঘ ৭ বছর যাবত ওমানে অবৈধ ছিলেন। ফলে, তার মরদেহ দেশে পাঠাতে কিছুটা জটিলতা দেখা দিয়েছে। বর্তমানে তার মরদেহ দেশে পাঠাতে যাবতীয় সহযোগিতা করছেন স্থানীয় প্রবাসীরা।
এদিকে, একই জেলার নুরুল হক নামে আরেক ওমান প্রবাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে। ওমান থেকে খাজা উদ্দিন নামে এক প্রবাসী আমাদের জানান, নুরুল হক দীর্ঘ ২৫ বছর যাবত ওমানে ছিলেন। তার নিজস্ব ব্যবসা ছিলো সেখানে। দীর্ঘদিন কাশির সমস্যায় ভুগছিলেন নুরুল হক। ওমানে চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় ১৫ ফেব্রুয়ারি দেশে এসেছিলেন নিজের চিকিৎসার জন্য। কিন্তু ভাগ্যের নির্মমতায় ২১ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার তিতাস থানার কদমতলী গ্রামে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post