২০২৩ সালের সেপ্টেম্বরের মধ্যে ১৫ হাজারের বেশি বাংলাদেশিকে ভিসা দেবে রোমানিয়া। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। সেহেলী সাবরীন সাংবাদিকদের জানান, রোমানিয়ার কনস্যুলারদের একটি দল গত বছর ৩ মাস ঢাকায় অবস্থান করে প্রায় ৫ হাজার ৪০০ ভিসা দিয়েছে।
মুখপাত্র বলেন, ‘ওই মিশন সফলভাবে পরিচালিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে আবারও একটি কনস্যুলার মিশন পরিচালনার জন্যে অনুরোধ করেন। এরপর রোমানিয়া বাংলাদেশিদের নাগরিকদের ভিসা দিতে কার্যক্রম পরিচালনার জন্য আগামী মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৬ মাস ঢাকায় একটি সাময়িক কনস্যুলার মিশন পরিচালনায় আগ্রহ প্রকাশ করে।’
তিনি বলেন, ‘আশা করা যাচ্ছে, এ বছর রোমানিয়া ১৫ হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিককে ভিসা দেবে।’ ঢাকায় রোমানিয়ার কনস্যুলার মিশন পরিচালনার সব ব্যবস্থা পররাষ্ট্র মন্ত্রণালয় করছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post