ওমান সফরে গেলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, এমনটাই জানিয়েছে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম উপসাগরীয় দেশটিতে রাষ্ট্রীয় সফরে গেলেন তিনি। তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল এবং সিরিয়ার উত্তরাঞ্চলে সংঘটিত শক্তিশালী ভূমিকম্পের দুই সপ্তাহ পর ওমান গেলেন বাশার আল আসাদ। একদিনের এই সফরে তিনি সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে দেখা করেছেন।
ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সোমবার (২০ ফেব্রুয়ারি) মাস্কাটে সুলতানের রাজপ্রাসাদে একান্তে বৈঠক করেছেন তিনি। এ সময় বিধ্বংসী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সিরিয়ার ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি সমবেদনা ও আন্তরিক সহানুভূতি প্রকাশ করেছেন সুলতান হাইথাম।
এছাড়া দুই নেতা আঞ্চলিক সমস্যা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও আলোচনা করেছেন। অন্যান্য আরব উপসাগরীয় রাষ্ট্রগুলির মত ওমান কখনই দামেস্কের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেনি। এদিকে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন উভয়ই ২০১৮ সালে আসাদ সরকারের সাথে সম্পর্ক পুনরুদ্ধার করে। এর আগে আসাদ গত বছর সংযুক্ত আরব আমিরাত সফর করেন। যুদ্ধ শুরু হওয়ার পর এটি ছিল তার প্রথম কোনো আরব দেশে রাষ্ট্রীয় সফর। এরপর সোমবার দ্বিতীয় আরব দেশ হিসেবে ওমান সফর করেন তিনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post