পবিত্র শবে মেরাজ উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান ও কুয়েত। এ উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি জাতীয় ছুটি ঘোষণা করেছে দেশ দুটি। তবে সংযুক্ত আরব আমিরাত এদিন উপলক্ষে কোনো জাতীয় ছুটি ঘোষণা করেনি। এদিকে, পবিত্র শবে মেরাজ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে দুই কর্মদিবস বন্ধ থাকবে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস। এসময় দূতাবাসের যাবতীয় দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে দূতাবাস। সোমবার (১৩ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, ১৯ ফেব্রুয়ারি রবিবার এবং ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার দূতাবাসের দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।
ইসলাম ধর্ম মতে, পবিত্র শবে মেরাজের রাতে রাসূল সা. মক্কার মসজিদুল হারাম থেকে মসজিদ আল আকসা হয়ে ঊর্ধ্ব আকাশে গমন করেন। এ রাতে তিনি জান্নাত এবং জাহান্নাম ঘুরে দেখেন। আল্লাহ তার প্রিয় নবী রাসূল সা. কে এদিন ঊর্ধ্ব আকাশে ডেকে নেন। এবং তার সঙ্গে কথা বলেন। এদিন পুরস্কার স্বরূপ তাকে পাঁচ ওয়াক্ত নামাজ দেওয়া হয়। এ দিনটি মুসলিমদের কাছে অধিক পবিত্র রাত হিসেবে গণ্য। বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা এদিন রাতে ইবাদত বন্দেগির মধ্যে কাটান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post