‘আল্লাহ-ই সবচেয়ে আপন’ এমন অনুভবের পর মুসলিম হলেন এক ফরাসি টিভি তারকা ও মডেল মারিন আল-হাইমার। তিনি গেল বছর আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করার ঘোষণা দেন তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম আইডিতে।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়- ফ্রান্সের একটি মসজিদে কালেমায়ে শাহাদাত পাঠ করছেন তিনি। দীক্ষিত হচ্ছেন ইসলাম ধর্মে। এরপরই, পাশে থাকা মুসলিম নারীদের সাথে কোলাকুলি করে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। ইনস্টাগ্রামের পোস্টটিতে আল-হাইমার লিখেছেন, আপনাকে একাই চলতে হবে। বন্ধু, পরিবার, কিংবা সঙ্গী ছাড়াই শুধুমাত্র আপনি এবং আল্লাহ থাকবেন।
আপনাদের অনেকে বিষয়টি জানেন। আবার অনেকে প্রশ্ন করেন। তবে আনুষ্ঠানিকভাবে এখন ঘোষণা করছি। কয়েক মাস আগে আমি ইসলাম গ্রহণ করেছি। এছাড়া আরেক পোস্টে তিনি জানান, যারা আমায় নিয়মিত অনুসরণ করেন তারা হয়ত জানেন। তবে আমার ব্যক্তিগত বিষয়টি তাদের সাথে শেয়ার করা খুব জরুরি মনে করছি কারণ তাদের আমি নিজের দ্বিতীয় পরিবার বলে মনে করি। আর আপনারাই হলেন তারা। বিষয়টি আমার মন, অন্তর ও আত্মার একান্ত ইচ্ছা।
আবার নিজের উচ্ছ্বাস প্রকাশ করে তিনি লেখেন, ‘আমার মূল বার্তা হলো, অন্য ধর্ম যেটাই হোক না কেনো তা গ্রহণে লজ্জার কিছু নেই। এটি সবার মৌলিক অধিকারের অন্যতম। অনেকেই হয়তো লক্ষ্য করেছেন, গত বছর অনেক কিছু পরিবর্তিত হয়েছে। পরিবর্তন আমার মধ্যেও ব্যাপক হয়েছে। পেশাগত এবং ব্যক্তিগত বিষয়ে জীবনের পছন্দ নিয়ে অনেক ভেবেছি। যে বা যারা এ বিষয়ে প্রশংসা করবেন, শ্রদ্ধা জানাবেন সবাইকে ধন্যবাদ।’
১৯৯৩ সালে ফ্রান্সের দক্ষিণাঞ্চল বরডেক্সে জন্মগ্রহণ করেন মারেন আল-হাইমার। মরক্কো ও মিসরীয় বংশোদ্ভূত এ নারীর উসান আল-হাইমার নামে রয়েছে আরেক যমজ বোন। ‘প্রিন্সেস অব লাভ’ এবং ‘মার্সেলিওনেস ইন দুবাই’ নামের টিভি রিয়েলিটি শো’তে অংশগ্রহণ করে ব্যাপক খ্যাতি লাভ করেন এ তারকা। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম, ফেসবুক ও টিকটকে রয়েছে তার লাখ লাখ ভক্ত বা অনুসারী।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post