ভূমিকম্পের প্রকোপে তুরস্ক-সিরিয়া যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়াতে পারে বলে আশঙ্কা করছে জাতিসঙ্ঘ। নানা প্রতিকূলতার মধ্যে গত এক সপ্তাহ ধরে উদ্ধার কাজ চলছে। এরই মধ্যে, সাতদিনের বেশি সময় পর ধ্বংসস্তূপের নিচ থেকে ২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকার ১৭৬ ঘণ্টা পর দুই তুর্কি নাগরিককে জীবিত উদ্ধার করেছে ওমানের জাতীয় অনুসন্ধান ও উদ্ধারকারী দল। সোমবার দুই তুর্কি নাগরিককে উদ্ধার করে দেশকে গর্বিত করেছে বলে জানিয়েছে ওমানের সিভিল ডিফেন্স অ্যান্ড এ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ (সিডিএএ)।
সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি (সিডিএএ) জানিয়েছে, তুরস্কে ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের প্রায় এক সপ্তাহ পর হাতাই শহরের ধ্বংসস্তূপ থেকে ৬০ বছর বয়সী ওই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং অপরজনকে আন্তাকিয়া শহর থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে মেডিকেল টিমের কাছ থেকে দু’জনকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং আরও পরীক্ষার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল বলে জানিয়েছে সিডিএএ ।
তুরস্কে পৌঁছানোর পর থেকেই রাতদিন অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে ওমানের টিম। সেইসাথে দক্ষিণ তুরস্কে আহতদের চিকিৎসা সেবাও দিচ্ছে তারা। সিডিএএ অপারেশন অ্যান্ড ট্রেনিং বিভাগের মহাপরিচালক কর্নেল মুবারক বিন সালেম আল-আরাইমি বলেন, ধ্বংসস্তূপের নীচে জীবন সনাক্ত করতে উন্নত ডিভাইস এবং সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে বিভিন্ন স্থানে জীবিতদের জন্য অনুসন্ধান চালিয়ে যাচ্ছে তারা। পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষ, এলইএমএ এবং ইন্টারন্যাশনাল ফিল্ড অপারেশন সেন্টারের সাথে সমন্বয় করে স্বাস্থ্য কর্মীদের দ্বারা আক্রান্তদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক দলগুলো যানবাহনের প্রচণ্ড যানজট এবং প্রচণ্ড ঠাণ্ডা আবহাওয়ার মতো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সত্ত্বেও ক্ষতিগ্রস্তদের সহায়তা ও মানবিক সেবা প্রদান অব্যাহত রেখেছে।
এদিকে, একের পর এক অলৌকিক ঘটনা ঘটছে তুরস্ক ও সিরিয়ায়। ভূমিকম্পের ৯ম দিনে মঙ্গলবার তুরস্কের দক্ষিণাঞ্চলে ধ্বংসস্তূপের নিচ থেকে ১৭ বছরের এক কিশোরকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। মঙ্গলবার তুরস্কের কাহরামানমারাস প্রদেশে ধ্বংসস্তূপের নিচ থেকে ভূমিকম্পের ১৯৮ ঘণ্টা পর ওই কিশোরকে জীবিত উদ্ধার করা হয়।
https://www.youtube.com/watch?v=CLkjCco1oa0&t=83s
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post