সম্প্রতি ফিলিস্তিনের পশ্চিমতীরে ৯টি ইহুদি বসতিকে বৈধতা দিয়েছে ইসরাইল। দেশটির এমন সিদ্ধান্তকে অবৈধ বলে উল্লেখ করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। ইসরাইলের এমন পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে বলেও শঙ্কা প্রকাশ করেছেন তিনি।
সোমবার ব্রাসেলসে অনুষ্ঠিত এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। এসময় উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেফ বোরেল এবং আরব লীগের প্রধান আহমেদ আবদুল-ঘেইত। সংবাদ সম্মেলনের আগে অনুষ্ঠিত বৈঠকে সৌদি আরবের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের পাশাপাশি ইসরাইলের সাম্প্রতিক ঘোষণা এবং আরব পিস ইনিশিয়েটিভ প্রস্তাবের আলোকে মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়া পুনরায় করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আরব-ইসরাইল সংঘাত অবসানের লক্ষ্যে ২০০২ সালে সৌদি আরব প্রথম আরব পিস ইনিশিয়েটিভ প্রস্তাব উত্থাপন করে। একই বছরের বৈরুত সম্মেলনে প্রস্তাবটি সমর্থন করে আরব লিগ। প্রসঙ্গত, সোমবার ইসরাইলের পক্ষ থেকে বলা হয়েছে— পশ্চিমতীরে ৯টি সেটেলমেন্ট পোস্টকে বৈধতা দেবে তেলআবিব। একই সঙ্গে ইসরাইল সেটেলমেন্ট ইউনিটগুলোতে ১০ হাজার বসতি স্থাপনের পরিকল্পনা করছে বলে জানানো হয়।
https://www.youtube.com/watch?v=CLkjCco1oa0&t=83s
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post