ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে ই-গেট থাকলেও তার সুফল পাচ্ছে না যাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে তাদের। ফলে ক্ষোভ প্রকাশ করছেন অনেকে। অনেক প্রত্যাশা নিয়ে ২০২১ সালের ৩০ জুন প্রথমবারের মত ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু করা হয় ই-গেট। কিন্তু বর্তমানে দেখা যায় অধিকাংশ সময় ই-গেট বন্ধ থাকছে। আর যদি খোলা থাকে তারপরেও ই-গেট পেরিয়ে পূর্বের নিয়মেই যেতে হয় ইমিগ্রেশন ডেস্কে।
বিমানবন্দরে ই-গেট রয়েছে মোট ২৬টি। আগমনীতে ১২টি, বহির্গমনে ১২টি ও ভিআইপিতে রয়েছে দুটি ই-গেট। যাদের ই-পাসপোর্ট রয়েছে, তারা এসব গেট ব্যবহার করে দ্রুত ইমিগ্রেশন সম্পন্ন করার কথা থাকলেও যাত্রীদের অভিযোগ, ই-গেট এর কোন সুবিধা বাস্তবে নেই।
যদিও কর্তৃপক্ষ ও ইমিগ্রেশন সংশ্লিষ্টরা বলছেন, সকল ই-গেট সচল রয়েছে। এমনকি দিনে দুই থেকে তিন হাজার ই-পাসপোর্টধারী যাত্রী এসব গেট ব্যবহারও করছেন। গেট বন্ধ থাকার ব্যাপারে তারা বলেন, কারিগরি কোনো কারণে কিছু সময়ের জন্য ই-গেট বন্ধ থাকা ব্যতীত অন্যান্য সব সময়ই ই-গেট চালু থাকে।
এই বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন, দিনে যত সংখ্যক যাত্রী বিমানবন্দরে যাতায়াত করেন তাদের গড়ে ১৫ শতাংশ ই-পাসপোর্টধারী। আর যাত্রীদের অনেকে এখনও ই-গেট ব্যবহার করতে ভয় পান। তবে কিছু দিন পরে যখন মেশিন রিডেবল পাসপোর্ট থাকবে না, তখন সবাই ই-গেট ব্যবহার করবেন বলেও জানান পরিচালক।
https://www.youtube.com/watch?v=CLkjCco1oa0&t=83s
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post