সৌদি আরবে গত এক সপ্তাহে বিভিন্ন অঞ্চলে আবাসিক, শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনকরারী প্রায় ১৬ হাজার ৭৮১ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ২ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সৌদি আরবজুড়ে নিরাপত্তা বাহিনীর বিভিন্ন ইউনিটের যৌথ অভিযান চলাকালে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে, আবাসিক আইন লঙ্ঘনকারীর সংখ্যা ১০ হাজার ৫৯ জন, সীমান্ত সুরক্ষা বিধি লঙ্ঘনকারীর সংখ্যা ৪ হাজার ১৭৬ জন এবং ২ হাজার ৫৪৬ জন শ্রম আইন লঙ্ঘনকারী বলে জানিয়েছে মন্ত্রণালয়। এছাড়া, সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে আরও ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়। যাদের মধ্যে ৪৩ শতাংশ ইয়েমেনি, ৫৫ শতাংশ ইথিওপিয়ান এবং ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। একই সঙ্গে, সীমান্ত অতিক্রম করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করার সময় অভিযানে ধরা পরে ১১৮ জন।
বর্তমানে, ২৩ হাজার ৩১০ জন গ্রেফতারকৃত আইনি প্রক্রিয়ার অধীনে আছে, যার মধ্যে ২০ হাজার ৯৮৫ জন পুরুষ এবং ২ হাজার ৩২৫ জন নারী রয়েছেন বলেও জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
https://www.youtube.com/watch?v=CLkjCco1oa0&t=83s
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post