ওমানে ব্যক্তিগত গাড়ির সংখ্যা ১২ লাখ ৭৩ হাজার ৭৯১টি, যা মোট যানবাহনের ৭৯ দশমিক ৪ শতাংশ।আর ২০২২ সালে ৫০ হাজার ৭১১টি নতুন গাড়ি নিবন্ধিত হয়েছে। কোভিড-১৯ মহামারী এবং তেলের দামের মন্দার কারণে অর্থনৈতিক মন্দা থাকায় গত কয়েক বছরে হ্রাসের পরে এটি বৃদ্ধি পেয়েছে। ওমানে ২০২০ সালের তুলনায় ২০২১ সালে ৪ হাজার ৮০০ কম যানবাহন নিবন্ধন হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) মাস্কাট ডেইলির এক প্রতিবেদনে একথা জানানো হয়।
ন্যাশনাল সেন্টার ফর স্ট্যাটিস্টিকস অ্যান্ড ইনফরমেশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২২ সালের ডিসেম্বরের শেষে ওমানে মোট যানবাহনের সংখ্যা ৩ দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ৩ হাজার ৩৭৬। ২০২১ সালে নিবন্ধিত যানবাহনের সংখ্যা ছিল ১৫ লাখ ৫২ হাজার ৬৬৫টি। পরিসংখ্যান বলছে, মোট যানবাহনের ৭৯ দশমিক ৪ শতাংশ ব্যক্তিগত যানবাহন, যেখানে বাণিজ্যিক যানবাহনের সংখ্যা ছিল ২ লাখ ৩৮ হাজার ৫১২ টি।
এনসিএসআই-এর পরিসংখ্যানে দেখা গেছে যে, মোট যানবাহনের মধ্যে ২৮ হাজার ৬৩৩ টি ভাড়ায় চালিত যানবাহন, ২৮ হাজার ১১৭ টি ট্যাক্সি, ১২ হাজার ১৬৭ টি সরকারী নিবন্ধিত যানবাহন (সামরিক যানবাহন ব্যতীত), ৬ হাজার ৭৬৫ টি মোটরসাইকেল, ৫ হাজার ৭৪৪ টি ড্রাইভিং স্কুল যানবাহন এবং ১ হাজার ২৮০ টি কৃষি ট্রাক্টর রয়েছে।
https://www.youtube.com/watch?v=CLkjCco1oa0&t=83s
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post