প্রায় ৩৫ বছর যাবত ওমানের নৌবাহিনীকে সেবা দেওয়া একটি জাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দেশটির মুসান্দাম প্রদেশে এই জাহাজ ডুবিয়ে দেওয়া হয়। বুধবার (৮ জানুয়ারি) মাস্কাট ডেইলির এক প্রতিবেদনে বলা হয়, মূলত সাগরের নিচে প্রবাল প্রাচীর গঠনে এবং সামুদ্রিক প্রাণীদের আকৃষ্ট করতেই এই জাহাজের ধ্বংসাবশেষ ব্যবহার করা হবে বলে জানায় ওমানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এই জাহাজটি ওমান নৌবাহিনীর বহরের দ্রুততম জাহাজগুলোর মধ্যে একটি। জাহাজটি ডুবিয়ে দেওয়ার ফলে প্রবাল প্রাচীর এবং সামুদ্রিক জীবনের বিস্তারের জন্য একটি আদর্শ পরিবেশ করতে সহায়তা করবে। এটি সামুদ্রিক জীবনকে সমৃদ্ধ করবে এবং এই অঞ্চলে পর্যটকদের আকৃষ্ট করতে সহায়তা করবে বলে জানিয়েছেন মুসান্দামের গভর্নর সাইয়্যেদ ইব্রাহিম বিন সাঈদ আল বুসাইদি। তিনি বলেন, সমুদ্রের স্রোতের কারণে এটি ডুবানোর জন্য নিরাপদ অঞ্চল হিসেবে মুসান্দামকে বেছে নেওয়া হয়। এটি একটি ডাইভিং সাইট হওয়ায় এই অঞ্চলে পর্যটন কার্যক্রম বাড়াতে সহায়তা করবে। পরিকল্পনা অনুযায়ী, জাহাজটি সামুদ্রিক গবেষণা এবং পর্যটন উভয়খাতেই ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post