ধোফার প্রদেশে আটকা পড়া সাতটি ডলফিনকে উদ্ধার করেছে এনভায়রনমেন্ট অথরিটি (ইএ)। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে একথা জানান হয়। মাস্কাট ডেইলির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
#هيئة_البيئة| تعاملت المديرية العامة للبيئة بمحافظة ظفار مع بلاغ يفيد بجنوح ثمانية دلافين من نوع ريسو جرفتها الأمواج إلى شاطيء ولاية حاسك.
جرى خلاله إنقاذ سبعة منها وهي بصحة جيدة، فيما تم تسجيل نفوق الدولفين الثامن، وتم أخذ عينات وقياسات له لإجراء الفحوصات والتحاليل المختبرية. pic.twitter.com/FZ1NZQJowb
— هيئة البيئة – عُمان (@ea_oman) February 7, 2023
ইএ’র বিবৃতিতে বলা হয়েছে, ধোফার প্রদেশের পরিবেশ অধিদপ্তর জেনারেল হাসিকের উপকূলে আটকা পড়া আটটি রিসোর ডলফিন সম্পর্কে একটি প্রতিবেদন নিয়ে কাজ করেছে। তাদের মধ্যে সাতজনকে সুস্থ অবস্থায় উদ্ধার করে সাগরে ফিরিয়ে দেওয়া হয়েছে, আর অষ্টম জনের মৃত্যু হয়েছে। অধিদপ্তরের বিশেষজ্ঞরা ল্যাব পরীক্ষা এবং বিশ্লেষণ পরিচালনার জন্য নমুনা এবং পরিমাপ নিয়েছিলেন।
উল্লেখ্য, রিসোর ডলফিন, গ্র্যাম্পাস নামেও পরিচিত, ডলফিন পরিবারের অন্যতম বড় সদস্য।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post