২০২৩ সালের সর্বোচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধির হারের দিক থেকে ওমান আরব বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে। ‘আমেরিকান ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট’ ম্যাগাজিনের নতুন শ্রেণিবিন্যাসে এ তথ্য উঠে এসেছে। মূলত এ বছরের জিডিপি গ্রোথ ফোরকাস্টস বাই কান্ট্রি’ শিরোনামে তাদের প্রকাশিত প্রতিবেদনটিতে একথা জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, এ বছর ওমানের প্রত্যাশিত অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৪ দশমিক ১ শতাংশ। এই প্রবৃদ্ধির ফলস্বরূপ ওমান অধিকার করছে পঞ্চম স্থান। প্রতিবেদনটিতে আরব দেশগুলোর মধ্যে লিবিয়ায় ১৭ দশমিক ৯ শতাংশ, জিবুতিতে ৫ শতাংশ এবং মৌরিতানিয়ায় ৪ দশমিক ৯ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে বলে পূর্বাভাস দেওয়া হয়। এছাড়া আরব বিশ্বে সংযুক্ত আরব আমিরাত চতুর্থ স্থানে রয়েছে, যার আনুমানিক প্রবৃদ্ধির হার ৪ দশমিক ২ শতাংশ।
এদিকে, গত বছরের শুরুতে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের পর থেকে ২০২৩ সালের পূর্বাভাসে বৈশ্বিক মন্দার কথা প্রাধান্য পায়। জ্বালানি ব্যয় বৃদ্ধির কারণে সৃষ্ট উচ্চ মুদ্রাস্ফীতি জিডিপি’র প্রবৃদ্ধিকে প্রভাবিত করেছে এমনটিও উঠে এসেছে ম্যাগাজিনটির প্রতিবেদনে। যেখানে ইউরোপীয় অর্থনীতির জন্য জ্বালানির দাম খুব গুরুত্বপূর্ণ সেখানে মহাদেশটিতে জ্বালানির দাম এখনও নড়বড়ে অবস্থায় রয়েছে। সবশেষ প্রতিবেদনে মার্কিন যুক্তরাষ্ট্রে আর্থিক নীতির কঠোরতাকে তুলে ধরে বলা হয় ২০২২ সালে সুদের হার প্রায় ০ শতাংশ থেকে ৪ শতাংশেরও বেশি বেড়েছে দেশটিতে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post