দেশে চলমান ডলার সংকটের মধ্যেই প্রবাসী আয়ে বইছে সুবাতাস। চলতি বছরের জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছে প্রায় ১৯৬ কোটি ডলার, যা গত ডিসেম্বরের চেয়ে ২৬ কোটি ডলার বেশি। গত পহেলা ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে জানা যায়, চলতি বছরের প্রথম মাসে ১৯৫ কোটি ৮৮ লাখ ডলার রেমিট্যান্স এসেছে দেশে। আগের মাস ডিসেম্বরে এসেছে ১৬৯ কোটি ৯৭ লাখ ডলার। সে হিসাবে গত মাসের চেয়ে জানুয়ারিতে ২৫ কোটি ৯১ লাখ ডলার বেশি এসেছে।
এদিকে ডলার সংকটের মধ্যেই জরুরি আমদানি দায় মেটাতে বৈদেশিক মুদ্রার মজুত থেকে সহায়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। ২০২২-২৩ অর্থবছরের সাত মাসে রিজার্ভ থেকে সাড়ে ৮শ কোটি ডলারের বেশি বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। যা দেশের ইতিহাসে এর আগে কখনো পুরো অর্থবছরেও রিজার্ভ থেকে এত পরিমাণ ডলার বিক্রি হয়নি।
কেন্দ্রীয় ব্যাংকের দেয়া তথ্যে জানা যায়, বৈধপথে রেমিট্যান্স বাড়তে শুরু করেছে। রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করছে বাংলাদেশ ব্যাংক। বাড়ানো হয়েছে প্রণোদনাও। এ ছাড়া ঈদুল ফিতর ও ঈদুল আজহা ঘিরে রেমিট্যান্সপ্রবাহ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এতে দেশের ডলার সংকট কিছুটা কেটে রিজার্ভ ইতিবাচক ধারায় ফিরবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post