মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে গত কয়েক বছর ধরে চলছে নানা নাটকীয়তা। বর্তমানে দেশটির শ্রমবাজার বাংলাদেশিদের জন্য খোলা থাকলেও সেটি অনেকটা অচল অবস্থায়। এমনকি বাংলাদেশ পারছে না দেশটিতে প্রত্যাশিত শ্রমিক পাঠাতে। এমন পরিস্থিতিতে শ্রমবাজারটির জটিলতা নিরসনে আলোচনা করতে সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তার সফরের মাধ্যমে শ্রমবাজারটি গতিশীল করতে সমঝোতা স্মারক (এমওইউ) পরিবর্তন, অতিরিক্ত অভিবাসন ব্যয় কমানোসহ দেশের সব বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য বাজার উন্মুক্তকরণের কথা রয়েছে।
বাজার নিয়ে বর্তমানে যেসব জটিলতা আছে স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের মধ্য দিয়ে সেগুলো দূর হবে জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, দেশটির সঙ্গে ২০২১ সালে কর্মী পাঠানো নিয়ে চুক্তি হলেও বাজারটি কিছুটা অচল অবস্থার মধ্যে চলছিল। প্রত্যাশিত পর্যায়ে শ্রমিক নিয়োগ হচ্ছিলো না। অথচ মালয়েশিয়ার শ্রমিক চাহিদা অনেক বেশি। তারা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাংলাদেশও হচ্ছে। সেই দৃষ্টিকোণ থেকে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সফর দু’দেশের জন্য গুরুত্বপূর্ণ।
এদিকে কূটনৈতিক সূত্রগুলো বলছে, আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে দেশটির শ্রমবাজারের ওপর বিশেষ নজর দিচ্ছেন। নতুন করে এটি ঢেলে সাজাতে এবং অনিয়ম দূর করতে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। কর্মীসংশ্লিষ্ট দেশগুলো থেকেও এ বিষয়ে সহযোগিতা চাচ্ছে দেশটি। এরই ধারাবাহিকতায় নেপাল ও বাংলাদেশে স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিনকে পাঠানো হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post