ওমানের বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট বেড়েছে দ্বিগুণেরও বেশি। ২০২২ সালের নভেম্বর পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট বেড়ে দাঁড়িয়েছে ৫৭ হাজার ৯৩৯, যা ২০২১ সালের একই সময়ের তুলনায় ফ্লাইটের সংখ্যা বেড়েছে ১৩৪ শতাংশেরও বেশি। দেশটির তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত তথ্য অনুযায়ী, ওমানের বিমানবন্দরগুলোতে আগমনের সংখ্যা ১৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং প্রস্থান ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে মোট যাত্রীর সংখ্যা – আগমন, প্রস্থান এবং ট্রানজিট মিলিয়ে ২০২১ সালের একই সময়ের ৩৮ লাখ ৭৪ হাজার ৩৮ থেকে ২০২২ সালের ১১ মাসে ১২৬ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮৭ লাখ ৬৪ হাজার ২৮৬- তে দাঁড়িয়েছে।
প্রস্থানকারী যাত্রীর সংখ্যা ২০২১ সালের একই সময়ে ১৩ লাখ ৩৯ হাজার ১৮৫ থেকে ২০২২ সালের ১১ মাসে ১৪০ দশমিক ৩ শতাংশ বেড়ে ৩২ লাখ ১৮ হাজার ৬৬৬ জনে দাঁড়িয়েছে। মাস্কাট বিমানবন্দরে আন্তর্জাতিক আগমন ২০২২ সালের নভেম্বর পর্যন্ত ১৮৯ শতাংশ বেড়ে ৩৪ লাখ ৭০ হাজার ৩৬৩ হয়েছে, যা ২০২১ সালের একই সময়ে ছিল ১২ লাখ ৫২৭ জন। পরিসংখ্যানে আরও দেখা গেছে সালালাহ বিমানবন্দরে ২০২২ সালের নভেম্বর পর্যন্ত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটের সংখ্যা ৭৩ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭ হাজার ৯৪০-এ পৌঁছেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post