ওমানের মাস্কাটে এক উৎসবে রাইডস দুর্ঘটনায় ৭ শিশু এবং এক নারী আহত হয়েছেন। বুধবার (১ ফেব্রুয়ারি) ওমান ডেইলির এক সংবাদে বলা হয়, ৩১ জানুয়ারি রাতে ওমান কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে এই দুর্ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায়, মাস্কাট ফেস্টিভ্যালে বাচ্চাদের রাইড চলাকালীন সময়ে হঠাত ছিটকে পড়ে যায়। আর এতে থাকা আরোহীরা চাপা পড়ে যায়। সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষের তাৎক্ষনিক পদক্ষেপে বেঁচে যায় অনেক প্রাণ। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে মাস্কাট পৌরসভা।
এই ঘটনায় তদন্ত চলছে, ক্ষয়ক্ষতি নিরূপণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আহতদের মেডিকেল কর্তৃপক্ষ এবং বিশেষায়িত দলগুলো তাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে সবার অবস্থা আশংকামুক্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post