৩০ জানুয়ারি থেকে বিনামূল্যে ইলেকট্রনিক ট্রানজিট ভিসা দেওয়া শুরু করেছে সৌদি আরব। আকাশপথে আসা সব ধরনের যাত্রীদের এই ইলেকট্রনিক ট্রানজিট ভিসা দেওয়া হবে। এই ভিসার আওতায় যাত্রীরা চারদিনের জন্য সৌদিআরবে থাকতে পারবেন তবে, ভিসার মেয়াদ হবে তিন মাসের।
সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ভিসাটি বিনামূল্যে এবং এটি বিমানের টিকিটের সাথে তাৎক্ষণিকভাবে ইস্যু করা হবে। মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এবং সৌদি জাতীয় বিমান সংস্থার সহযোগিতায় এই সেবা চালু করেছে। ট্রানজিট ভিসার যাত্রীরা, ওমরাহ পালনের পাশাপাশি দেশটির বিভিন্ন প্রদেশ ভ্রমণ এবং পর্যটন ইভেন্টগুলোতে অংশ নিতে পারবেন। তবে, এই সুযোগটি কেবলমাত্র সৌদি এয়ারলাইন্সের যাত্রীদের জন্য দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post