পাহাড়, মরু আর সাগরের দেশ ওমান। যেই দেশটিতে সড়কের একটি সিগন্যাল ভুল করলে ঘুরতে হয় প্রায় ২০ কিমি। আবার এমন কিছু পাহাড়ি অঞ্চল আছে, যেসব অঞ্চলে যেতে ঘুরতে হয় শতশত মাইল। ওমানের এমনই এক অঞ্চল হচ্ছে দক্ষিণ আশ শারকিয়াহ প্রদেশের একটি পার্বত্য গ্রাম। যে গ্রামে যেতে পূর্বে প্রায় ২০০ কিমি রাস্তা অতিক্রম করতে হতো। কিন্তু সম্প্রতি সাঈদ বিন সালেম নামে দেশটির এক স্বেচ্ছাসেবী তার এক অভিনব উদ্যোগে এই রাস্তা কমিয়ে নিয়ে এসেছেন মাত্র ১০ কিমি এ।
তাঁর প্রচেষ্টার সঙ্গে ‘মাউন্টেন ম্যান অফ ইন্ডিয়া’র কাজের কিছুটা মিল রয়েছে, যার উপর ভিত্তি করে একটি বলিউড ছবি ‘মাঝি- দ্য মাউন্টেন ম্যান’ মুক্তি পেয়েছে। ‘দ্য মাউন্টেন ম্যান অফ ইন্ডিয়া’ হল ভূমিহীন কৃষক প্রয়াত দশরথ মানজির বাস্তব জীবনের ঘটনা, যিনি পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে তাঁর গ্রামের লোকদের সাহায্য করার জন্য নিজেই একটি পাহাড়ের মধ্য দিয়ে একটি পথ তৈরি করেছিলেন। মানজি ২২ বছর ধরে গেহলোর পাহাড়ে কাজ করেছিলেন এবং দূরত্বটি ৭০ কিলোমিটার থেকে কমিয়ে মাত্র ১ কিলোমিটারে নামিয়ে এনেছিলেন।
ঠিক তেমনি কাজ করে এখন প্রশংসায় ভাসছেন ওমানি যুবক সাঈদ বিন সালেম। তার উদ্যোগে একটি সংযোগ সড়ক নির্মাণ করা হয়। আর তাতে ২০০ কিলোমিটার ভ্রমণ দূরত্ব দাঁড়িয়েছে ১০ কিলোমিটারে। আর সাড়ে তিন ঘণ্টার ভ্রমণ সময় কমে দাঁড়িয়েছে ৩০ মিনিটে। সংযোগ সড়কটি দক্ষিণ আশ শারকিয়াহ প্রদেশের পার্বত্য নিয়াবাত তিউত হালুত গ্রামকে উত্তর আশ শারকিয়ার ওয়াদি বনি খালিদের আল আউদ গ্রামের সাথে সংযুক্ত করা হয়েছে। যার ফলে সময় এবং দূরত্ব দুই কমেছে। সাঈদ স্বেচ্ছাসেবী কাজের জন্য সুলতান কাবুস পুরষ্কার থেকে প্রাপ্ত অনুদান দিয়ে খননযন্ত্রটি কিনেছিলেন বলে জানিয়েছে ওমানের জাতীয় গণমাধ্যম।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post