নিম্নচাপের প্রভাবে ওমানে বৃষ্টিপাত আজ রবিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। আজ (২৯ জানুয়ারি) টাইমস অব ওমানের এক প্রতিবেদনে বলা হয়, বৃষ্টিপাতের পূর্বাভাসের সঙ্গে ওমানের সিভিল ডিফেন্স এবং রয়্যাল ওমান পুলিশ জনগণকে ঝুঁকি না নিতে এবং প্লাবিত এলাকাগুলো অতিক্রম না করার আহ্বান জানিয়েছে। নিম্নচাপের প্রভাব ওমান সাগরের উপকূলীয় প্রদেশ এবং পার্বত্যঅঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরমধ্যে মুসান্দাম, আল বুরাইমি, উত্তর ও দক্ষিণ আল বাতিনাহ এবং আল উস্তাসহ উত্তরাঞ্চলীয় প্রদেশগুলো এবং মাস্কাটে তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ওমান আবহাওয়া দফতরের এক কর্মকর্তা।
ওমানের আবহাওয়া দফতর থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, মাস্কাট, দক্ষিণ আল বাতিনাহ, আল দাখিলিয়াহ, উত্তর ও দক্ষিণ আশ শারকিয়ার প্রদেশগুলোর কিছু অংশে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বর্ষণের সময় অতি প্রয়োজন ব্যতীত বাড়ির বাহিরে বের না হতে বলা হয়েছে। সেইসাথে বন্যাকবলিত অঞ্চলে না যেতে নাগরিক ও প্রবাসীদের অনুরোধ জানিয়েছে সিভিল ডিফেন্স এন্ড এ্যাম্বুলেন্স অথোরিটি। এদিকে জাবাল শামসে আজ সকালে তাপমাত্রা মাইনাস ১ থেকে মাইনাস ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এছাড়াও সেখানে তুষারপাত অব্যাহত রয়েছে। বর্তমানে তুষারপাত দেখতে সেখানে প্রচুর পর্যটক ভিড় করছেন। তবে বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল হওয়ায় সেখানে সতর্কতা জারী করেছে পুলিশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post