ভারতের মুম্বাই বিমানবন্দর থেকে উদ্ধার ৯০ হাজার ডলার। বইয়ের পৃষ্ঠার ভাজে করে নিয়ে যাওয়া হচ্ছিল মার্কিন ডলার। তবে তা আর নিয়ে যাওয়া সম্ভব হয়নি। মুম্বাই বিমানবন্দরে ধরা পড়ে ওই পাচারকারী। ৯০ হাজার ডলারসহ ওই বিদেশিকে আটক করে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি।
ডলার পাচারের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে মোটা মোটা বইয়ের প্রতিটি পৃষ্ঠার ভাজে ভাজে টাকা রাখা হয়েছে। ভারতের বিমানবন্দরগুলোতে পাচারকালে প্রায়ই স্বর্ণ, অর্থ এবং অন্যান্য মূল্যবান বিভিন্ন কিছু আটক করার ঘটনা ঘটে। কিছুদিন আগেও ভারতের জয়পুর এয়ারপোর্ট স্বর্ণ ও ৫৫ লাখ রুপি দুই যাত্রীকে আটক করে বিমানবন্দর কর্তৃপক্ষ।
সম্প্রতি শারজা থেকে এক ব্যক্তি ভারতে প্রবেশের সময় ৩৮০ গ্রাম স্বর্ণ এবং ২২ রুপি নিয়ে বিমানবন্দরে ধরা পড়ে। কর্মকর্তারা জানিয়েছেন, ওই ব্যক্তির জুতার ভেতর থেকেও অর্থ উদ্ধার করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post