দেশে ডলার সংকটের মাঝে আসার আলো দেখাচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের শুরুতেই প্রবাসী আয়ে উত্থান হয়েছে। জানুয়ারি মাসের প্রথম ২০ দিনে ১৩১ কোটি ৫২ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসের প্রথম ২০ দিনে প্রবাসীরা সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে। আলোচ্য এই সময়ে বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১০৯ কোটি ৯৯ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স। এছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭ কোটি ৯১ লাখ মার্কিন ডলার, বিশেষায়িত এক ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৫০ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৫০ লাখ মার্কিন ডলার।
জানাগেছে, প্রত্যন্ত গ্রামে এজেন্ট ব্যাংকিং চালু হওয়ায় বর্তমানে প্রবাসী আয়ের উল্লেখসংখ্যক একটা অংশ আসছে এজেন্ট ব্যাংকিং সেবার মাধ্যমে। ফলে যারা বিদেশ থেকে আয় পাঠাচ্ছেন, তাঁদের পরিবারের সদস্যদের তা উত্তোলন করতে দূরের শাখায় যেতে হচ্ছে না। অন্যদিকে এজেন্ট ব্যাংকিং সেবা নারীদের জন্য সবচেয়ে বড় সুবিধা হয়েছে। বাড়ির কাছাকাছি হওয়ায় তাঁরা খুবই সহজেই ব্যাংকিং কার্যক্রমে অংশ নিতে পারছেন। সে কারণে এজেন্ট ব্যাংকিং সেবার অর্ধেকই এখন নারী।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post