বিষপানে রশিদুল ইসলাম (৩৫) নামে এক সৌদিপ্রবাসী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাত ১০টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার বিকেলে নীলফামারীর ডিমলায় উপজেলায় শুটিবারি এলাকায় মামা আবদুল গফুরের বাড়িতে বিষপান করেন তিনি। রশিদুল উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের চারঘড়ি গ্রামের হাসমত আলীর ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার নাউতারা এলাকার আনিসুর ইসলামের মেয়ে রানী আক্তারকে ১৬ বছর আগে বিয়ে করেন রশিদুল। তাদের সংসারে এক ছেলে (১৩) ও এক মেয়ে (৮) আছে। ৬ বছর আগে রশিদুল সৌদি আরব চলে যান। স্ত্রী থাকেন বাবার বাড়িতে। এক মাস আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন তিনি।
নিহতের মামা আবদুল গফুর গণমাধ্যমকে বলেন, রশিদুল বিদেশ থেকে সব টাকা পয়সা তার স্ত্রী রানীর নামে পাঠিয়েছিল। দেশে ফিরে টাকার হিসেব চাইলে রানী টালবাহানা শুরু করে। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। সে শ্বশুরবাড়িতে গেলেই স্ত্রী সটকে পড়তেন, তার সঙ্গে দেখা করতেন না। সেখান থেকে স্ত্রীকে নিজের কাছে নিয়ে আসতে চাইলে শ্বশুরবাড়ির লোকজন বাধা দেন। এ নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত রশিদুল মামার বাড়িতে এসে একটি ঘরে বিষপান করে। ডিমলা থানার তদন্ত কর্মকর্তা বিশ্বদেব রায় বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ মর্গে রয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post