মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের রাওয়াং নর্থ সাউথ এক্সপ্রেসওয়ের পাশে পড়ে থাকা একটি লাগেজের ভেতর থেকে এক বিদেশি শ্রমিকের ছয় টুকরো লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রথমে মাথা, পা এবং হাতবিহীন শরীরের ছয় টুকরো পাওয়ার পর অভিযান চালিয়ে মাথা, পা ও হাত উদ্ধার করেছেন পুলিশ সদস্যরা।
স্থানীয় সময় মঙ্গলবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে দেশটির সেলাঙ্গর রাজ্যের রাওয়াং নর্থ সাউথ এক্সপ্রেসওয়ের (প্লাস) কেএম ৪৪৭ মহাসড়কের পাশে কালো রঙের লাগেজভর্তি ছয় টুকরো লাশ উদ্ধার করে স্থানীয় পুলিশ। সুঙ্গাই বুলোহ থানার প্রধান শাফাতন আবু বকর এক বিবৃতিতে জানিয়েছেন, মঙ্গলবার পথচারীরা রাস্তার পাশে কালো লাগেজটি পড়ে থাকতে দেখে পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাগেজভর্তি লাশের টুকরোগুলো উদ্ধার করেন এবং পরবর্তীতে নিহতের মাথা, দুই পা ও হাত উদ্ধার করতে সক্ষম হন। তবে নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ বলছে, ‘লাশটি একজন বিদেশি শ্রমিকের হতে পারে।’ এ বিষয়ে রয়্যাল মালয়েশিয়ান পুলিশ ফরেনসিক ইউনিটের একটি দল আরও তদন্তের জন্য ঘটনাস্থল পর্যবেক্ষণে রয়েছে। এদিকে লাশের টুকরোগুলো ময়নাতদন্তের জন্য স্থানীয় সুঙ্গাই বুলোহ হাসপাতালে পাঠানো হয়েছে এবং হত্যার জন্য দণ্ডবিধির ৩০২ ধারায় তদন্ত চলছে। লাশের পরিচয় শনাক্ত করার জন্য ঘটনার বিষয়ে তথ্য আছে এমন জনসাধারণকে +৬০১২-৬৯৭২৯৯৬ নম্বরে তদন্তকারী কর্মকর্তা এ অরুণেশ্বরীর সঙ্গে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করতে বলা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post