বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) গালফ কাপের ফাইনালে ইরাকের বিপক্ষে খেলতে নামবে ওমান। আর তাই গ্যালারীতে বসে নিজ দলকে সমর্থন করার জন্য বিমানের ব্যবস্থা করেছে দেশটির সংস্কৃতি, ক্রীড়া ও যুব মন্ত্রণালয়। বুধবার (১৮ জানুয়ারি) টাইমস অব ওমানের এক প্রতিবেদনে একথা বলা হয়। মন্ত্রণালয়ের মতে, ভ্রাতৃপ্রতিম ইরাকি দলের সাথে চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে জাতীয় দলকে সমর্থন করার জন্য ওমানের সমর্থকদের পরিবহনের জন্য একটি বিমান ব্যবহার করা হবে। যাদেরকে সম্পূর্ণ বিনা খরচে খেলা দেখাবে ওমানের ক্রীড়া মন্ত্রণালয়। অর্থাৎ ওমান থেকে সমর্থকদের নিয়ে খেলা দেখানোর ব্যবস্থা করা হবে সরকারি খরচে।
বৃহস্পতিবার ওমান সময় রাত ৮টায় ২৫তম আরব উপসাগরীয় কাপে ফাইনাল খেলবে ওমান ও ইরাক। গালফ কাপের ফাইনালে এটি ওমানের পঞ্চম অংশগ্রহণ এবং এর আগে দুইবার গালফ কাপ জয়ী হয়েছে ওমান। এখন তৃতীয় শিরোপার লক্ষ্যে খেলতে নামবে ওমান। ২০১৮ সালের ৫ জানুয়ারি কুয়েতে অনুষ্ঠিত ২৩তম আসরে পেনাল্টি শুটআউটে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে ফাইনালে উঠেছিল ওমান। এবারের আসরে শিরোপা জিতবে ওমান এমন আশা সমর্থকদের।
অ্যারাবিয়ান গালফ কাপ বা সংক্ষেপে গালফ কাপ নামে পরিচিত এই টুর্নামেন্টটি একটি দ্বিবার্ষিক ফুটবল প্রতিযোগিতা। আরব উপসাগরীয় অঞ্চলের ৮টি দেশ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ১৯৭০ সালে প্রথম গালফ কাপ অনুষ্ঠিত হয়। সে বছর কুয়েত চ্যাম্পিয়ন হয়েছিল। কুয়েত টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল দল। দেশটি ১০ বার গালফ কাপ জিতেছে।
ফ্রি টিকিটের জন্য আবেদন লিংক: https://events.mcsy.om/?page_id=26685
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post