শিশু বয়সে বাবার মৃত্যুর পর অভাবের সংসারেই বেড়ে ওঠেন ব্রাহ্মণবাড়িয়ার মোজাম্মেল। ২১ বছর বয়সী মোজাম্মেল বর্তমানে পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি । উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়ে থেমে যায় তার পড়াশোনা। তারপর অল্প টাকা বেতনে একটি ফার্মেসিতে চাকরি করে কোনোরকম সংসার চালাতেন। মা আশপাশের এলাকায় কাজ করেন। একটু সুখের আশায় ধার-দেনা করে ছেলেকে সৌদি আরবে পাঠান মা। কিন্তু দুর্ভাগ্য যেন তার পিছু লেগেই ছিল। সৌদি যাওয়ার দুইমাস পরেই তার শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ব্লাড ক্যানসার।
চিকিৎসকরা জানিয়েছেন, সঠিক চিকিৎসা পেলে স্বাভাবিক জীবন ফিরে পাবে মোজাম্মেল। এরপর বিদেশের মাটিতে শুরু হয় চিকিৎসা। মাথায় করানো হয় ৮টি অপারেশন। সবশেষ চিকিৎসকরা তাকে দেশে চলে যাওয়ার কথা বলেন। কিন্তু চিকিৎসাবাবদ তার প্রয়োজন প্রায় ২৫ লাখ টাকা। যা তার পরিবারের পক্ষে জোগাড় করা কোনোভাবেই সম্ভব না। মোজাম্মেলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার তারাগন গ্রামে। সে ওই গ্রামের মৃত জমসিদ মিয়ার ছেলে। টিনের দুচালা বসতঘরে ছেলের অনিশ্চিত জীবন নিয়ে বসবাস করছেন মা জোসনা বেগম।
মোজাম্মেলের মা জানান, ছেলেকে বিদেশে পাঠাই ঋণ করে, একদিকে ঋণের টাকা অন্যদিকে আমার ছেলের চিকিৎসা কোনোটাই আমার পক্ষে এখন সম্ভব হচ্ছে না। সমাজের বিত্তবানদের কাছে আমার ছেলের জীবন ভিক্ষা চাই। আপনাদের সাহায্য আমার সন্তানের জীবনে নতুন আলো ফিরিয়ে দেবে। মোজাম্মেলকে সাহায্য পাঠানোর ঠিকানা- বিকাশ 01636507979।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post