ওমানের রূপকার সুলতান কাবুসের ৩য় মৃত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত ৫৭ প্রবাসীকে বিশেষ ক্ষমা করে দিয়েছেন দেশটির বর্তমান সুলতান হাইথাম বিন তারিক। মঙ্গলবার (১০ জানুয়ারি) টাইমস অব ওমানের এক প্রতিবেদনে বলা হয়, সুলতান ৫৭ জন প্রবাসীসহ মোট ১২১ জন সাজাপ্রাপ্ত বন্দীকে বিশেষ ক্ষমা করে দিয়েছেন। ২০২০ সালের ১০ জানুয়ারি সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পারি জমান ওমানের রূপকার সুলতান কাবুস বিন সাঈদ।
সুলতানের মৃত্যুর একদিন পর অর্থাৎ ১১ জানুয়ারি ক্ষমতায় আসেন তারই আপন চাচাতো ভাই সুলতান হাইথাম বিন তারিক। যিনি সুলতান কাবুসের শাসনামলে দেশটির সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ছিলেন। সেই হিসেবে বুধবার ১১ জানুয়ারি সুলতানের ক্ষমতা গ্রহণের দ্বিতীয় বার্ষিকী। এই উপলক্ষে নানা আয়োজন থাকছে ওমানে। এছাড়া এদিন ছুটিও ঘোষণা করেছেন ওমানের সুলতান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post