ওমানে আরেকটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। সোমবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মঙ্গলবার থেকে ওমানের কয়েকটি প্রদেশে নিম্নচাপের কারণে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আগামী দুই থেকে তিনদিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, ওমানে আগের নিম্নচাপের প্রভাবে দেশের অনেক অংশে বৃষ্টি হচ্ছে। তবে মঙ্গলবার থেকে আরেকটি নিম্নচাপ ওমানে প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত মুসান্দাম প্রদেশে বুখার এলাকায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যার ফলে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএ) এক কর্মকর্তা জানিয়েছেন, এই শীত মৌসুমে এটি তৃতীয় নিম্নচাপ এবং ২০২৩ সালে প্রথম। এখন পর্যন্ত মুসান্দাম প্রদেশে বুখার এলাকায় ৯৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, এর পরে খাসাবে ৮১ মিলিমিটার, উত্তর আল বাতিনার লিওয়া, শিনাস এবং সোহার এলাকায় যথাক্রমে ৬২ মিমি, ৪২ মিমি এবং ১৮ মিমি বৃষ্টিপাত হয়েছে। সিব ও রুস্তাক অঞ্চলে ৩ মিলিমিটার এবং দক্ষিণ আল বাতিনার আল মুসানাহ অঞ্চলে সর্বনিম্ন ২ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post