প্রধানমন্ত্রী ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে সক্রিয় অংশীদার হিসেবে সোনালী ব্যাংক লিমিটেড নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যাংকিং সেবা বিশ্বের যে কোনও প্রান্তে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে চালু হচ্ছে সোনালী ই-সেবা (Sonali e-Sheba)।
এই মোবাইল অ্যাপের আইওএস ভার্সনের মাধ্যমে বিদেশে বসে হিসাব খুলতে পারবেন প্রবাসীরা। সোনালী ই-ওয়ালেট (Sonali e-Wallet) মোবাইল অ্যাপের অ্যান্ড্রয়েড এবং আইওএস ভার্সনের মাধ্যমে বিদেশ থেকে লেনদেন করা যাবে।। রোববার (৮ জানুয়ারি) বিকেলে সোনালী ব্যাংকের ই-সেবা ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন অর্থমন্ত্রণালয়ের ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সাধারণ মানুষের কাছে ব্যাংকিং সেবা সহজ করতেই অনলাইন ব্যাংকিং কার্যক্রম চালু করা হচ্ছে। এর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী প্রযুক্তিগত দুর্বলতা কাটিয়ে উঠেতে আরও এক ধাপ এগিয়ে গেল। ব্যবসায়ী কার্যক্রম সম্প্রসারণ খেলাপি ঋণ আনা ছাড়াও ৫ বছরের মধ্যে ব্যাংক মূলধন ঘাটতি শূন্যতে নামিয়ে আনার কথাও বলেন বক্তারা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post