গত কয়েক দিন ধরেই বিমান যাত্রীদের উদ্ভট আচরণের কারণে খবরের শিরোনামে ছিল ভারতীয় বিমান পরিষেবা। তবে এ বার দুই যাত্রীকে নিয়ে হুলস্থুল বাংলাদেশের একটি বিমানেও। এখানে আর অভব্য আচরণ বা উত্তপ্ত বাক্য বিনিময় নয়। দুই সহযাত্রীর মধ্যে হাতাহাতি বেধে গেল মাঝ আকাশে!
ঘটনাটি ঘটে বাংলাদেশি উড়ান পরিষেবা সংস্থা বিমান বাংলাদেশের বোয়িং ৭৭৭ বিমানে। তবে বিমানটি কোথা থেকে কোথায় যাচ্ছিল, তা জানা যায়নি। টুইটারে প্রকাশিত একটি ভিডিয়ো থেকেই ঘটনাটি প্রকাশ্যে আসে। তাতে দেখা যাচ্ছে বিমানের সামনের সারির আসনে বসা এক ব্যক্তির উপর চড়াও হয়েছেন বছর কুড়ির এক যুবক।
Another "Unruly Passenger" ????
This time on a Biman Bangladesh Boeing 777 flight!????♂️ pic.twitter.com/vnpfe0t2pz— BiTANKO BiSWAS (@Bitanko_Biswas) January 7, 2023
ভিডিওতে দেখা যাচ্ছে, ওই যুবকের ঊর্ধ্বাঙ্গে কোনও পোশাক নেই। ওই অবস্থাতেই তিনি একের পর এক ঘুষি চালাচ্ছেন সামনে বসে থাকা যাত্রীর মুখে। পাল্টা ওই যাত্রী তাঁর মুখে একটি চড় কষান। মুখের ভিতর হাতও ঢুকিয়ে দেন। তাতে আরও ক্ষিপ্ত হয়ে তাকে পাল্টা মারতে শুরু করেন ওই যুবক।
বিমানের আসনে বসে থাকা ওই ব্যক্তির মুখ দেখা যায়নি। তবে তাঁর পরনে ছিল সাদা শার্ট। আক্রমণকারী যুবক তাঁর কাছ থেকে কিছু কেড়ে নেওয়ার চেষ্টা করছিলেন। সফল না হয়েই আক্রমণ করেন। অন্য দিকে, আক্রমণকারী বছর কুড়ির যুবককে দেখা যায় মারতে মারতেই কান্নায় ভেঙে পড়তে। যদিও কী নিয়ে দু’জনের ঝগড়া বা হাতাহাতি, তা স্পষ্ট নয় ওই ভিডিয়োয়। সেখানে দেখা যায় দু’জনকেই সামলাতে ব্যস্ত হয়ে পড়েছেন বিমানের বাকি যাত্রীরা। ভিডিয়োটি সেখানেই শেষ হয়।
ভিডিয়োটি টুইটারে শেয়ার করেছেন বিতঙ্ক বিশ্বাস নামে এক টুইটার ব্যবহারকারী। নিজেকে বিমান পরিষেবা কর্মী বলে পরিচয় দিয়েছেন তিনি। ভিডিয়োটি প্রকাশ করে তিনি বিবরণে লিখেছেন, আর এক জন অভব্য বিমানযাত্রী। তবে এ বার ঘটনাস্থল বিমান বাংলাদেশের বোয়িং ৭৭৭। তবে এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post