নিম্নচাপের কারণে ওমানের বিভিন্ন রাজ্যে বৃষ্টিপাত অব্যাহত আছে। দেশটির মুসান্দাম, উত্তর ও দক্ষিণ আল বাতিনাহ, আল বুরাইমি এবং আল ধহিরাহ প্রদেশে শনিবার থেকে তীব্র বৃষ্টিপাত হচ্ছে। ইতিমধ্যেই ভারী বর্ষণে আটকেপড়া একই পরিবারের তিনজনকে উদ্ধার করেছে ওমানের সিভিল ডিফেন্স এ্যাম্বুলেন্স। এদিকে রবিবার সকাল থেকেই মাস্কাটের আকাশে মেঘ ও গুড়িগুড়ি বৃষ্টি হয়েছে। মাস্কাটের সারদিনের পরিস্থিতি জানাচ্ছেন ওবায়দুর রহমান।
এদিকে, রবিবার এক বিবৃতিতে সিভিল ডিফেন্স অথোরিটি জানিয়েছে, মুসান্দাম প্রদেশের খাসাবের একটি এলাকায় ভারী বৃষ্টির ফলে সৃষ্ট ঢলে ভেসে যাচ্ছিলো গাড়ি। সেই গাড়ির মধ্যে ৩ জন ছিলেন। এমতাবস্থায় সিভিল ডিফেন্স এর একটি দল এসে তাদেরকে উদ্ধার করে। এছাড়াও বর্তমানে মুসান্দাম প্রদেশের বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতায় আটকেপড়াদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী দল। নাগরিক এবং প্রবাসীদের সতর্ক থাকতে এবং চলমান পরিস্থিতিতে নিচু এলাকা এবং ওয়াদি পারাপার না হতে পরামর্শ দিয়েছে সিভিল ডিফেন্স এবং অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post