মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী এবং বিশ্বের নবম শক্তিশালী দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে আখ্যায়িত করেছে ইউএস নিউজ বেস্ট কান্ট্রিস র্যাংকিং। ওয়েবসাইটটি জানিয়েছে, ‘শক্তির উপ-র্যাংকিং নির্ধারণ করা হয় দেশের নেতৃত্ব, অর্থনৈতিক প্রভাব, রাজনৈতিক প্রভাব ও শক্তিশালী সামরিক বাহিনীর অবস্থানের ভিত্তিতে।
র্যাংকিং নির্ধারণে অর্থনৈতিক প্রভাবের দিক থেকে আমিরাত ৯০.০ পয়েন্ট এবং সামরিক শক্তির দিক থেকে ১৯.১ পয়েন্ট লাভ করে। র্যাংকিংয়ে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া ২০২২ সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী তিন দেশ হিসেবে অভিহিত হয়েছে। আর সুইজারল্যান্ড ‘বেস্ট কান্ট্রি ওভারওল’ হিসেবে অভিহিত হয়েছে। এরপর রয়েছে জার্মানি ও কানাডা।
গত মাসে কানাডার আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান আরটন ক্যাপিটালের পৃথক এক ইনডেক্সে সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্টকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ট্রাভেল ডকুমেন্ট হিসেবে আখ্যায়িত করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post