ওমানে দিনদিন বাড়ছে সড়ক দুর্ঘটনা। গাড়ির চাকায় পিষ্ট হচ্ছে বাংলাদেশীদের ভাগ্য। অসচেতন এবং ট্র্যাফিক আইন না মানার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে দেশটিতে। সোমবার (২ জানুয়ারি) সোহারের সেনাজ নামক স্থানে গাড়ি দুর্ঘটনায় মারা যান মো, শাহাজাহান নামে এক প্রবাসী (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তার দেশের বাড়ি জয়পুরহাট জেলার, আক্কেলপুর থানার, অলিপুর গ্রামে। গ্রামের বাড়িতে তার দুই মেয়ে স্ত্রী ও মা থাকেন। ওমান থেকে মৃত্যুর সংবাদ পেয়ে শোঁকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে। দুর্ঘটনার বিষয়ে ওমান থেকে মনির আহমেদ আমাদের জানান, গত চার মাস আগে জীবিকার সন্ধানে ওমানে যান শাহজাহান।
এভাবেই প্রতিনিয়ত মধ্যপ্রাচ্যের সড়কে ঝরছে অনেক বাংলাদেশির প্রাণ। ওমান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে খোঁজ নিয়ে জানাগেছে, সাম্প্রতিক সময়ে প্রবাসে মারা যাওয়ার অধিকাংশই সড়ক দুর্ঘটনার শিকার। এর মধ্যে ট্র্যাফিক আইন না মানা এবং মোবাইল ব্যবহারকে দায়ী করছেন অনেকেই।
প্রবাসীরা বলছেন, অনেক প্রবাসী রাস্তা দিয়ে চলার সময় কানে হেডফোন দিয়ে রাখেন, আবার কেউ কেউ মোবাইলে গেইম খেলা অবস্থায় রাস্তা পারাপার হন। এভাবে অসচেতনতার কারণে বিদেশের মাটিতে অকালেই ঝরে যাচ্ছে অনেক তাজা প্রাণ। এমতাবস্থায় মোবাইলের আসক্তি কমিয়ে এবং ট্র্যাফিক আইন মেনে রাস্তা পারাপারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post