ওমানে বেসরকারি খাতের কর্মীদের জন্য স্বাস্থ্য বীমা বাধ্যতামূলক করা হয়েছে। ৩১ ডিসেম্বর এক আদেশ জারি করে একথা জানিয়েছে ওমানের পুঁজিবাজার কর্তৃপক্ষ (সিএমএ)। টাইমস অব ওমানের এক প্রতিবেদনে বলা হয়েছে। বর্তমানে এ নিয়ে মন্ত্রী পরিষদের নির্দেশনার অপেক্ষা করছে সিএমএ।
পুঁজিবাজার কর্তৃপক্ষের এক কর্মকর্তা বলেন, কর্তৃপক্ষ বেসরকারি খাতের শ্রমিকদের জন্য স্বাস্থ্য বীমার জন্য একটি আদেশপত্র জারি করেছে, যার মধ্যে মৌলিক কভারেজ, অতিরিক্ত সুবিধা এবং গৃহকর্মী, ড্রাইভার এবং অন্যান্য সহ-গৃহকর্মীদের জন্য একটি বিশেষ সম্পূরক অন্তর্ভুক্ত রয়েছে। তিনি আরো বলেন, ওমানে আগত ভ্রমণকারী, বেসরকারি খাতের কর্মী এবং প্রবাসীদের জন্য বাধ্যতামূলক স্বাস্থ্য বীমা প্রকল্প বাস্তবায়নের আগে স্বাস্থ্য বীমা বাজার নিয়ন্ত্রণের জন্য আইনি কাঠামো প্রস্তুত করা হয়েছে।
স্বাস্থ্য বীমা বিধি জারি করা হয়েছে এবং একটি রাজকীয় ডিক্রি দ্বারা বীমা কোম্পানি আইন সংশোধন করা হয়েছে। এই ডিক্রি অনুযায়ী, ওমানের বীমা প্রতিষ্ঠানগুলোকে সাধারণ বীমা, জীবন বীমা এবং স্বাস্থ্য ও পরিবার বীমা নামে তিনটি বিভাগে শ্রেণীবদ্ধ করা হয়েছে। যা পূর্বে কেবল সাধারণ বীমা ও জীবন বীমা খাতের মধ্যে সীমাবদ্ধ ছিল।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post