ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য আরও ২ কোটি ৯ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে খরচ হবে ৩৩৪ কোটি ৩৯ লাখ টাকা। এ ছাড়া ৮১ কোটি ৫৮ লাখ টাকায় সংস্থাটির জন্য কেনা হবে ৮ হাজার টন মসুর ডাল।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে গতকাল বুধবার ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। পবিত্র রমজানকে সামনে রেখে প্রস্তাবগুলো অনুমোদিত হয় বলে বৈঠকে শেষে সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।
সাঈদ মাহবুব খান জানান, ওমান থেকে আমদানি করা হবে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল। এ জন্য ব্যয় হবে ১৫১ কোটি ৭৪ লাখ টাকা। অর্থাৎ প্রতি লিটারের জন্য খরচ হবে ১৫২ টাকা ৮৬ পয়সা। আর সেনা এডিবল অয়েল থেকে টিসিবির জন্য সরাসরি ক্রয়পদ্ধতিতে কেনা হবে ৪৪ লাখ লিটার সয়াবিন তেল। এতে ব্যয় হবে ৮১ কোটি ১৮ লাখ টাকা। অর্থাৎ প্রতি লিটারের দাম পড়বে ১৮৪ টাকা ৫০ পয়সা। সরাসরি ক্রয়পদ্ধতিতেই শুন শিং এডিবল অয়েল লিমিটেড থেকে কেনা হবে আরও ৫৫ লাখ লিটার সয়াবিন তেল। এ জন্য ব্যয় হবে ১০১ কোটি ৪৭ লাখ টাকা। এ ক্ষেত্রে প্রতি লিটারের দাম পড়বে ১৮৪ টাকা ৫০ পয়সা।
ওমান থেকে সয়াবিন তেল আমদানিতে খরচ অনেক কম পড়ছে কেন, এমন প্রশ্নের জবাবে সাঈদ মাহবুব খান বলেন, ওইভাবে আলাপ হয়নি। তাই বলা যাচ্ছে না। মোট টাকা দিয়ে পরিমাণকে ভাগ দিলে প্রতি লিটারের দাম পড়ে আরও কম, অর্থাৎ ১৩৭ টাকা ৯৪ পয়সা। বিষয়টি জানালে সাঈদ মাহবুব খান সাংবাদিকদের বলেন, এটা ডলার দরের হিসাব। কোন কোম্পানি এ সয়াবিন তেল সরবরাহ করবে, জানতে চাইলে তিনি বলেন, এ মুহূর্তে নাম নেই কোম্পানির। পরে জানা গেছে, কোম্পানির নাম জাদ আল রাহিল ইন্টারন্যাশনাল এলএলসি সুলতানাত।
এদিকে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ভারতের আরবেল বাকলিয়াত হুবুবাত সান্তিক এএস থেকে আট হাজার টন মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এ জন্য ব্যয় হবে ৮১ কোটি ৫৭ লাখ ৬৮ হাজার টাকা। আরবেল বাকলিয়াত হুবুবাত সান্তিক এএসের স্থানীয় এজেন্ট বিআইএনকিউ। টিসিবির ফ্যামিলি কার্ডের আওতায় দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও দুই কেজি পেঁয়াজের পাশাপাশি দুই লিটার সয়াবিন তেল বিক্রি করছে টিসিবি। প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে ১১০ টাকা দরে। সে হিসাবে সরকারকে ভর্তুকি দিতে হবে প্রতি লিটারে প্রায় ৭৫-৮০ টাকা।
আজ অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকের আগে গত ৩০ নভেম্বর টিসিবির জন্য ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদন হয়েছিল ৩৪৫ কোটি ৩৫ লাখ টাকায়। তখন প্রতি লিটার তেলের দাম ছিল ১৫৬ দশমিক ৯৮ টাকা। তার আগে গত ৩ নভেম্বর টিসিবির জন্য ৫৫ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদিত হয়েছিল ১৬২ দশমিক ৯৪ টাকা দরে। আর গত ১৯ অক্টোবর ক্রয় কমিটি টিসিবির জন্য ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদিত হয় প্রতি লিটার ১৭১ দশমিক ৮৫ টাকা দরে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post