শীতের বাতাস বইছে বাংলাদেশ ও মধ্যপ্রাচ্য জুড়ে। তার মধ্যে শুরু হয়েছে বৃষ্টি। ওমান, কাতার ও সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিম্নচাপের কারণে বৃষ্টি পড়ছে। বাংলাদেশেও তার ব্যতিক্রম নয়। দেশের বিভিন্ন স্থানে সকাল থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। ওমানে ভারী বৃষ্টির কারণে মাস্কাটের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে জলাবদ্ধতা। একইভাবে বৃষ্টি হয়েছে সংযুক্ত আরব আমিরাত ও সৌদিআরবে। বৃষ্টির সঙ্গে তাপমাত্রাও কমতে শুরু করেছে।
নিম্নচাপের কবলে পড়ে ওমানের মাস্কাটে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে করে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে মাস্কাটের সব শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস বাতিল করেছে শিক্ষা অধিদপ্তর। তাছাড়া বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে ট্রাফিক বিভাগ। ক্ষয়ক্ষতি এড়াতে নাগরিক ও প্রবাসীদের সতর্ক থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে, সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদের মঙ্গলবার আরও একটি ঠান্ডা এবং বৃষ্টির দিন দেখে ঘুম ভেঙ্গেছে। ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজির (এনসিএম) তথ্য অনুযায়ী, ২৭ ডিসেম্বর ভোরে আবুধাবি, দুবাই, আজমান, ফুজাইরাহ ও রাস আল খাইমাহ অঞ্চলে বৃষ্টির খবর পাওয়া গেছে।
এদিকে সৌদিআরবের মক্কায় টানা বৃষ্টির কারণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ভারী বর্ষণ ও বন্যায় পবিত্র নগরী মক্কায় শতাধিক যানবাহন ভেসে গেছে। শুক্রবার বিকেল থেকে শুরু হওয়া বৃষ্টি গভীর রাতে থেমে গেলেও শহরের কিছু সড়ক এখনও জলাবদ্ধ অবস্থায় রয়েছে। বন্যায় সম্পদের ক্ষয়ক্ষতি হলেও কারও অসুস্থ বা আহত হবার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। তাছাড়া বৃষ্টি শেষে এখন দেশটিতে শুরু হয়েছে তুষারপাত। এদিকে, বাংলাদেশে এখন পৌষ মাসের ১২ তারিখ। শীতের সকালটা আজ বৃষ্টিস্নাত কেটেছে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার মানুষের। থেমে থেমে সারাদিন ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও বরিশালে এই বৃষ্টির খবর পাওয়া গেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post