নিম্নচাপের কবলে পড়ে ওমানের মাস্কাটে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে করে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে মাস্কাটের সব শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস বাতিল করেছে শিক্ষা অধিদপ্তর। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) এক বিবৃতিতে শিক্ষা অধিদপ্তর জানায়, ভারী বৃষ্টিপাত এবং বিক্ষিপ্ত বজ্রপাতের কারণে বিকাল এবং সান্ধ্যকালিন স্কুলগুলোতে ক্লাস বন্ধ থাকবে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয় তারা।
তবে, ২৮ ডিসেম্বর থেকে পুনরায় আবারও ক্লাস চালু করা হবে বলে জানিয়েছেন মাস্কাট শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। এদিকে, মাস্কাট প্রদেশে নিম্ন চাপের কারণে তীব্র বৃষ্টিপাত দেখা দিয়েছে। যার ফলে শহরগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এক বিবৃতিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নাগরিক ও প্রবাসীদের আবহাওয়ার বুলেটিনের দিকে দৃষ্টি রাখতে এবং সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
রয়েল ওমান পুলিশ (আরওপি) বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সঙ্গে বিভিন্ন তীব্রতার বৃষ্টিপাতের ফলে মাস্কাটের কিছু এলাকায় কিছু ট্র্যাফিক লাইট ভেঙে যাওয়ার বিষয়ে সতর্ক করে দিয়েছে। আরওপি জনগণকে সতর্ক থাকার এবং সুরক্ষা নির্দেশাবলী এবং নিরাপদ ড্রাইভিং অনুসরণ করার আহ্বান জানিয়েছে।
বৃষ্টি চলাকালীন সময়ে চালকদের স্লাইডিং প্রতিরোধের জন্য ব্রেক ব্যবহার করার সময় তাদের যানবাহন এবং তাদের সামনে থাকা ব্যক্তিদের মধ্যে পর্যাপ্ত সুরক্ষা দূরত্ব রাখার পরামর্শ দিয়েছে আরওপি। অপরদিকে মাস্কাটের নাগরিক ও প্রবাসীদের সাবধানতা অবলম্বন করার এবং বজ্রপাত থেকে রক্ষা পেতে নিচু স্থানগুলি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি (সিডিএএ)।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post