অতিরিক্ত ওজন শুধু দেহের নয়, অনেক সময় বড় ধরনের বিড়ম্বনার কারণও হয়ে দাঁড়াতে পারে। তেমনই এই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন ব্রাজিলিয়ান মডেল জুলিয়ানা নেহেম। সম্প্রতি নিজের বেশি ওজনের কারণে এক বিব্রতকর অবস্থায় পড়ে যান তিনি। অতিরিক্ত ওজনের কারণ দেখিয়ে বিমানে উঠতে দেওয়া হয়নি তাকে।
গত মাসে পরিবার নিয়ে জুলিয়ানা নেহেম ছুটি কাটাতে লেবানন গিয়েছিলেন। সেখানে ছুটি কাটিয়ে বৈরুত থেকে দোহায় ফেরার পথে এই ঘটনা ঘটে। এতে, এই উড়োজাহাজ কোম্পানির বিরুদ্ধে মামলা করে তিন হাজার ৭১৮ ডলার ক্ষতিপূরণ পাওয়ার রায় পেয়েছেন তিনি।
এক হাজার ডলার দিয়ে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটের ইকোনমি ক্লাসের টিকিট কেটেছিলেন ৩৮ বছর বয়সী এই ব্রাজিলিয়ান মডেল। বিমানে ওঠার সময় এক কর্মী তাকে থামিয়ে বলে, আপনাকে তিন হাজার ডলার ফার্স্ট ক্লাসের টিকিট কেটে ভ্রমণ করতে হবে। কেন না ফার্স্ট ক্লাসের সিট আপনার জন্য পারফেক্ট।
এই অজুহাত দেখিয়ে তখন তাকে বিমানে উঠতে দেওয়া হয়নি। তাকে আরও বলা হয়, ফার্স্ট ক্লাসের টিকিট কাটলেও ফেরত দেয়া হবে না তার ইকোনমি ক্লাসের টিকিটের অর্থ। এতে ক্ষিপ্ত হয়ে ব্রাজিলের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেন তিনি। এরপর অন্য ফ্লাইটে করে ফেরেন। দেশে ফিরেই বিমান সংস্থাটির নামে ব্রাজিলের আদালতে মামলা ঠোকেন।
গেলো ২০ ডিসেম্বর সেই মামলার রায় ঘোষণা করে বিচারক জানান, এই ঘটনায় জুলিয়ানা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ জন্য চিকিৎসা হিসেবে থেরাপি নিতে হচ্ছে তাকে। ফলে প্রতি সপ্তাহে তার খরচ হচ্ছে ৭৮ ডলার। চিকিৎসাবাবদ এই খরচ দিতে হবে কাতার বিমান সংস্থাকেই। উল্লেখ্য, মডেলিংয়ের পাশাপাশি হুলিয়ানা নেহেম একজন ইনফ্লুয়েন্সার হিসেবেও কাজ করছেন। ইনস্টাগ্রামেও বেশ সক্রিয় তিনি। এক লাখ ৬৮ হাজার মানুষ ফলো করছেন তাকে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post