ওমানে বেড়েছে শিশু নির্যাতনের ঘটনা। বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছে দেশটির মানবাধিকার কমিশন। ২২ ডিসেম্বর কমিশন জানিয়েছে, গত তিন বছরে ৭৭ টিরও বেশি শিশু নির্যাতন ও অবহেলার কারণে মারা গেছে। বিগত বছরগুলোর তুলনায় ওমানে শিশু নির্যাতনের ঘটনা বেড়েছে বলে মনে করে কমিশন।
ওমানের সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের নারী বিষয়ক বিশেষজ্ঞ এবং কমিশনের মনিটরিং অ্যান্ড রিসিভিং রিপোর্ট কমিটির চেয়ারপার্সন লাবিবেহ বিনতে মোহাম্মদ আল মাওআলি বলেন, শিশুদের প্রতি অবহেলার ঘটনা বৃদ্ধি পেয়েছে, যার ফলে উপত্যকা ও সুইমিং পুলে ডুবে যাওয়ার ঘটনা এবং বাস বা ব্যক্তিগত গাড়িতে ভুলে যাওয়াসহ ৭৭ জনেরও বেশি শিশুর মৃত্যু হয়েছে।
আল মাওয়ালি বলেন, এ বছর কমিটি শিশু স্বাস্থ্যসেবা সংক্রান্ত বেশ কয়েকটি প্রতিবেদন নিয়ে কাজ করেছে, যা তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সুশীল সমাজের প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় পর্যবেক্ষণ করেছে। কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়, যাতে সংশ্লিষ্ট পরিবারগুলোর জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করা যায়। এছাড়া যেন সরাসরি তাদের স্বাস্থ্য ও মানসিক অবস্থার মূল্যায়ন করা হয়।
এই বছর, কমিটি প্রতিবন্ধী শিশুদের সম্পর্কে বেশ কয়েকটি প্রতিবেদন পেয়েছে। প্রতিবেদনগুলি এমনভাবে মোকাবেলা করা হয়েছিল যা এই গোষ্ঠীর জন্য শিক্ষাগত এবং পুনর্বাসনমূলক পরিষেবাগুলির নিশ্চয়তা দেয়। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সমাজের মধ্যে তাদের অন্তর্ভুক্তি বাড়াতে শিশুদের পিতামাতাকে অবহিত করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post