মেসির গায়ে পড়ানো সেই ‘বিশত’ কিনতে ১০ কোটি টাকা প্রস্তাব করলেন আহমেদ আল বারওয়ানি নামে ওমানের এক সরকারি কর্মকর্তা। ওমানের শুরা কাউন্সিলের সদস্য আল-বারওয়ানি এক টুইটে এই প্রস্তাব জানিয়েছেন। টুইটে তিনি বলেন, আমার বন্ধু মেসি, ফুটবল বিশ্বকাপ জেতায় ওমান সালতানাত থেকে আপনাকে (মেসি) অভিনন্দন জানাচ্ছি। টুর্নামেন্টটি গর্বের উৎস ছিল এবং আমরা ফিলিস্তিনের কথা ভুলে যাইনি। আর আরবরা যে এক এবং ঐক্যবদ্ধ সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছে।
তিনি জানিয়েছেন, মেসিকে আরব ‘বিশত’ পরিয়ে কাতারের আমির তামিম আমাকে মুগ্ধ করেছেন। এই বিশত উদারতা ও প্রজ্ঞার প্রতীক। ওই বিশতের বিনিময়ে আমি আপনাকে (মেসি) ১০ লাখ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ১০ কোটি ২৮ লাখ ৪২ হাজার) অফার করছি।
৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে কাতার বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকার ৪-২ ব্যবধানে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জিতেছে আর্জেন্টিনা। ফাইনালে আর্জেন্টিনার জয়ের পর বিশ্বকাপের ট্রফি দেওয়ার আগে সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসিকে ঐতিহ্যবাহী ‘বিশত’ পরিয়ে দেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। যা গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। জানাগেছে, মধ্যপ্রাচ্যের দেশগুলিতে বিশেষ অনুষ্ঠান বা উদযাপনে বিস্ত হল একটি দীর্ঘ পোশাক যা ঐতিহ্যগতভাবে থোব বা কান্দুরার উপরে পরিধান করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post