ওমান ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত সিনিয়র ডিভিশন ক্রিকেট লিগে এফ-ডিভিশনের পঞ্চম ম্যাচে বিশাল জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমান। শুক্রবার (২৩-ডিসেম্বর) টসে হেরে ফিল্ডিংয়ে গিয়ে শুরুতে প্রতিপক্ষ শিবিরে আঘাত হানেন প্রবাসী এই টাইগার বোলাররা।
বাংলাদেশ ক্রিকেট ক্লাবের বোলারদের তোপের মুখে দাঁড়াতেই পারেনি টিম আল নাহদা। এখন পর্যন্ত পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতেই বিজয় অর্জন করেছে বাংলাদেশ। প্রবাসী খেলোয়াড়দের উৎসাহ দিতে মাঠে ছিলেন দূতাবাসের শ্রম কাউন্সিলর হুমায়ুন কবির সব অন্যান্য কর্মকর্তাবৃন্দ। বাংলাদেশি খেলোয়াড়রা শীঘ্রই ওমানের জাতীয় টিমের হয়ে খেলবে এমন প্রত্যাশার কথা জানান দূতাবাসের এই কর্মকর্তা।
ওমান ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত পঞ্চমবারের ম্যাচে বাংলাদেশ দলের এমন বিজয়ে দারুণ উচ্ছ্বসিত সবাই। দলের এমন জয়ে অভিনন্দন জানিয়েছেন ক্লাবের প্রধান উপদেষ্টা ও ওয়ার্ল্ড এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি ইয়াসিন চৌধুরীর সিআইপি। এদিকে খেলোয়াড়দের জন্য মাস্কাটের একটি অভিজাত হোটেলে নৈশভোজের আয়োজন করেন ক্লাবের পরিচালক শেখ ফাহাদ। এতে খেলোয়াড় এবং পরিচালকরা উপস্থিত ছিলেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post