ওমানে জনসংখ্যার প্রায় অর্ধেক প্রবাসী, সম্প্রতি এমনই তথ্য দিয়েছে দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো ন্যাশনাল সেন্টার ফর স্ট্যাটিস্টিকস অ্যান্ড ইনফরমেশন। ২২ ডিসেম্বর দেশটির জাতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের নভেম্বরের শেষ নাগাদ ওমানের জনসংখ্যা প্রায় ৫০ লাখ, যার মধ্যে ২০ লাখই প্রবাসী।
জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী নভেম্বরের শেষ নাগাদ ওমানে জনসংখ্যা মোট ৪৯ লাখ ৪ হাজার ৪৭ জনে পৌঁছেছে, যা গত অক্টোবরে ছিল ৪৮ লাখ ৭৬হাজার ১২৫ জন। মাত্র এক মাসে জনসংখ্যা বেড়েছে ২৭ হাজার ৯২২ জন। পরিসংখ্যান অনুযায়ী, গত নভেম্বরের শেষে ওমানিদের সংখ্যা ২৮ লাখ ৬১ হাজার ৪১৭-এ দাঁড়িয়েছে। যা গত অক্টোবরের তুলনায় ৪ হাজার ৬৪০ জন বৃদ্ধি পেয়েছে।
পরিসংখ্যানে দেখা গেছে, গত নভেম্বরের শেষে ওমানে প্রবাসীর সংখ্যা ২০ লাখ ৪২ হাজার ৬৩০-এ পৌঁছেছে, যা গত অক্টোবরের তুলনায় ২৩ হাজার ২৮২ জন বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে মাস্কাট প্রদেশে ১৪ লাখ ৬৩ হাজার ২১৮ জন বসবাস করছেন। জনসংখ্যার ঘনত্বের দিক থেকে মাস্কাট সর্বোচ্চ। পাশাপাশি আল উস্তা প্রদেশে ৫৮ হাজার ৫১৯ জন। যা ওমানের সমস্ত প্রদেশের মধ্যে সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post