টুঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেছেন ওমানি সাংবাদিক সহ আলজেরিয়া, বাহরাইন, বুলগেরিয়া, কম্বোডিয়া, চীন, রোমানিয়া, পোল্যান্ড, পর্তুগাল, স্পেন ও ভিয়েতনামের ১৩জন সাংবাদিক। পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ৬ দিন ব্যাপী “ভিজিট বাংলাদেশ-২০২২” কর্মসূচিতে অংশগ্রহণ করে তারা ১৭ ডিসেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং সমাধিসৌধ ও জাদুঘর পরিদর্শন করেন। একই দিনে প্রতিনিধি দলটি পদ্মা বহুমুখী সেতু পরিদর্শন করে।
গত ১৫ ডিসেম্বর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাতের মাধ্যমে বিদেশি সাংবাদিকদের ‘ভিজিট বাংলাদেশ’ কর্মসূচির সূচনা হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী তাদের বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান, দেশের অভূতপূর্ব উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা এবং পররাষ্ট্র নীতির বিষয়ে অবহিত করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগত অতিথিদের বাংলাদেশের অর্থনৈতিক বিকাশ এবং বিনিয়োগ ও ভবিষ্যৎ সম্ভাবনা বিষয়ে অবহিত করেন। একই দিনে তারা ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরি দর্শন করেন। জাদুঘরের গাইডে তাদের জাতির পিতার স্মৃতি বিজড়িত বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করেন। পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন করেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আক্তারুজ্জামান ঢাবির ইতিহাস-ঐতিহ্য, মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা সম্পর্কে তাদের অবহিত করেন। এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন কর্তৃক আয়োজিত নৈশভোজে তারা অংশগ্রহণ করেন।
বিদেশি সাংবাদিকরা বিজয় দিবসের কুচকাওয়াজ দেখতে গত ১৬ ডিসেম্বর জাতীয় প্যারেড গ্রাউন্ডে উপস্থিত ছিলেন। কুচকাওয়াজ পরিদর্শন শেষে তাদের মুক্তিযুদ্ধ জাদুঘরে নিয়ে যাওয়া হয়। এ সময় তারা মুক্তিযুদ্ধের বিভিন্ন দলিল ও আলোকচিত্র পরিদর্শন করেন। ওই দিন তারা দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল পরিদর্শন করেন এবং বাংলাদেশের গণমাধ্যমের কার্যক্রম ও কর্মপরিবেশ সম্পর্কে সম্যক ধারণা গ্রহণ করেন।
গত ১৭ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসানের নেতৃত্বে বিদেশি অতিথিরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে জাতির পিতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন এবং সমাধিসৌধ ও জাদুঘর পরিদর্শন করেন। একই দিনে প্রতিনিধি দলটি পদ্মা বহুমুখী সেতু পরিদর্শন করে।
গত ১৮ ডিসেম্বর সাংবাদিকরা কক্সবাজার জেলার উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। ওই দিনই এই দলটি কক্সবাজার সমুদ্র সৈকত পরিভ্রমণ করেন।
পরে গত ১৯ ডিসেম্বর প্রতিনিধি দলটি সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করেন। এ সময় মন্ত্রী বাংলাদেশের আর্থসামাজিক, অবকাঠামো উন্নয়নসহ বাংলাদেশের বিকাশমান অর্থনীতির বিভিন্ন দিক তুলে ধরেন।
২০ ডিসেম্বর প্রতিনিধি দলটি বাংলাদেশের শিল্প-কারখানার কার্যক্রম সরেজমিনে দেখার জন্য গাজীপুরের বেক্সিমকো শিল্প পার্ক পরিদর্শন করেন। পরিদর্শনকালে দলটি এই পার্কের সুতা-বস্ত্র ও সিরামিক প্ল্যান্টগুলো পরিদর্শন করেন। তার এসব পণ্যের মান-নিয়ন্ত্রণ প্রক্রিয়া গভীরভাবে পর্যবেক্ষণ করেন এবং বাংলাদেশের বস্ত্র ও সিরামিক পণ্যের ভূয়সী প্রশংসা করেন। রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নৈশভোজের মাধ্যমে ‘ভিজিট বাংলাদেশ-২০২২’-এর সমাপ্তি হয়।
নৈশভোজের অনুষ্ঠানে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করে বিদেশি সাংবাদিকরা জানান, বাংলাদেশের আতিথেয়তা প্রশংসনীয়। তারুণ্য নির্ভর এই জনসম্পদ মানবসম্পদে পরিণত হচ্ছে। ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশে তাদের নিজ দেশের ব্যবসায়ীরা যাতে বিনিয়োগ করেন, সেজন্য তারা তাদের লেখনীর মাধ্যমে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরবেন বলেও অঙ্গীকার করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post