প্রবাসীদের লটারির ফাঁদে ফেলে টাকা আত্মসাৎকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। থাইল্যান্ডের লটারির বিজ্ঞাপন দিয়ে ফাঁদে পেলে চার লাখ টাকা আত্মসাৎ করে তারা। গ্রেফতারকৃতরা হচ্ছেন আজিকুল ইসলাম (২৬) এবং আব্দুর রহিম (২৩)।
পুলিশ জানায়, থাইল্যান্ডের লটারির বিজ্ঞাপন দিয়ে আসামীদের ফেসবুক আইডিতে পোষ্ট করে এবং থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও সৌদি-আরব প্রবাসীদের টার্গেট করে বুস্ট করা হতো। জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামীরা লটারি খেলার জন্য প্রবাসীদের কুপন বুকিং দিতে বলে। এভাবে ভুয়া কুপন কোডের রশিদ পাঠিয়ে লটারিতে ২৭ লাখ টাকা বিজয়ী হয়েছেন এমন কথা বলে অর্থ হাতিয়ে নিতো।
এক ভুক্তভোগী বলেন, প্রতারক চক্র আমাকে ২৭ লাখ টাকা উঠিয়ে দেওয়ার কথা বলে ৪ লাখ টাকা দাবী করে। ওই প্রবাসী টাকা আসামীদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে প্রদান করলে আসামীরা প্রতারণার মাধ্যমে সেই টাকা আত্মসাৎ করে। প্রবাসীদের এই ধরনের লটারির মাধ্যমে প্রলুব্ধ না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে সাইবার অপরাধ বিভাগ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post