বাংলাদেশ কোনো সন্ত্রাসী দেশ নয়, বরং ঢাকাকে নিজ ঘরের মত নিরাপদ মনে করেন ওমানি নাগরিক মোহাম্মদ আল-বালুশি। তিনি ওমান এয়ারের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। ঢাকার গুলশানে ওমান এয়ার কার্যালয়ে অফিস করছেন তিনি। এয়ারলাইন্স প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন পর্যায়ে বিভিন্ন দেশে চাকরি করার সুবাদে বিভিন্ন দেশের পরিস্থিতি নিয়ে বেশ ধারণা রাখেন ওমানি এই নাগরিক। আর তাই দেশের বর্তমান পরিস্থিতিতে কর্মস্থল হিসেবে বাংলাদেশের পরিবেশ কেমন? এমন প্রশ্ন করলে তিনি গণমাধ্যমকে বলেন, ‘এটি অন্য কিছু দেশের মতো টেররিস্ট কান্ট্রি নয়। এ দেশকে আমার নিজ ঘরের মতো নিরাপদ মনে হয়। এখানে বসবাস এতটা স্বাধীন ও আরামদায়ক মনে করি যে, ঢাকাকে আমি এখন হোম (নিজ বাড়ি) বলি। ওমানের তুলনায় ঢাকায় চলাচলের মধ্যে কোনো পরাধীনতা নেই।’
এই বিদেশি নাগরিক বলেন, ‘বাংলাদেশ এবং এখানকার মানুষ খুবই শান্তিপ্রিয়। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আমার কাছে সন্তোষজনক। ঢাকার নাগরিকরা আমার কাছে খুব প্রিয় হয়ে গেছে। এটি শান্তিময় শহর। আমি কোনো সহিংসতার শঙ্কা করিনি। নিয়মিত অফিস করছি। এই দেশটা, মানুষগুলোকে এনজয় করছি। ’
ব্যবসা সংকুচিত করার কথা ভাবা হচ্ছে কিনা- এমন প্রশ্নে সরব তৎপরতা আল বালুশির। হেসে বললেন, ‘আমি আমার পরিচিতজনদের বলেছি যেন বাংলাদেশ একবার ভিজিট করে। তারা ট্রাভেল করলে যেন বাংলাদেশে অবশ্যই করে।’ তিনি বলেন, ‘আমরা ঢাকায় বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের দিকে এগোচ্ছি। কারণ আমি সরকারের তৎপরতা ও নিরাপত্তা প্রক্রিয়ায় সন্তুষ্ট। আমি যোগদানের তিন মাসেও এ অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারী কোনো অসুবিধার কথা জানাননি। তারা যে রিপোর্ট প্রতিনিয়ত আমাকে দিচ্ছেন- তাতে ঢাকাকে মোটেই অনিরাপদ মনে হয় না।’
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post