চিকিৎসা, সেবা, প্রযুক্তি ও প্রকৌশলসহ নানা খাতে দক্ষ ও যোগ্য কর্মী সংকটে ভুগছে জার্মানি। সমস্যা সমাধানে বিভিন্ন দেশ থেকে দক্ষ কর্মী খুঁজছে বার্লিন। এরই মধ্যে জার্মানিতে প্রচলিত অভিবাসন আইন আগের তুলনায় সহজ করা হয়েছে। এটি বাংলাদেশিদের জন্য সুবর্ণ সুযোগ বলে মনে করছেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।
বিশ্ব অর্থনীতিতে প্রথম সারির শিল্পোন্নত দেশ জার্মানি। চিকিৎসা, সেবা, প্রযুক্তি, বেসরকারি প্রতিষ্ঠান, রেস্তোরাঁ কিংবা গৃহস্থালি কাজে দক্ষ কর্মী সংকটে ভুগছে দেশটি। সংকট নিরসনে দেশটিতে প্রচলিত অভিবাসন আইন আগের তুলনায় সহজ করেছে ওলাফ শলজ সরকার।
তবে এ সমস্যাকে জার্মানিতে অবৈধ ও নানা কারণে কাজের অনুমতি না পাওয়া বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা কাজে লাগাতে পারেন বলে ‘আশঙ্কা’ করছেন বৈধভাবে বসবাসকারী ও বিভিন্ন খাতে কর্মরত বাংলাদেশিরা। এদিকে, জার্মানিতে কর্মী সংকট নিরসনে বাংলাদেশ দারুণভাবে এগিয়ে আসতে পারে বলে মনে করছেন বার্লিনের বাংলাদেশ দূতাবাস। এ নিয়ে সরকারের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post