সম্প্রতি জাতীয় দৈনিক ও সামাজিক মাধ্যমে দেশের ব্যাংকিং খাতের অনিয়ম ও ঋণ কেলেঙ্কারির বিষয়ে নানা আলোচনা হচ্ছে। সে পরিপ্রেক্ষিতে অনেক গ্রাহক তাদের আমানত তুলে নিতে শুরু করেছেন। বিশেষ করে ইসলামী ব্যাংকে গ্রাহকের আমানত নিরাপদে থাকবে কি না সে বিষয়ে গ্রাহকদের মধ্যে কিছুটা সংশয় দিয়েছে, অনেকে দ্বিধাদ্বন্দ্বে আছেন। তবে, দেশের সরকারি-বেসরকারি সব ব্যাংকের মধ্যে ইসলামী ব্যাংকেই আমানত নিরাপদ বলে মত দিয়েছেন এক অর্থনীতি বিশ্লেষক।
জানাগেছে, দেশের সকল ব্যাংকের শীর্ষে আছে ইসলামী ব্যাংক। আমানতেও ইসলামী ব্যাংক সবার শীর্ষে। ২০২১ সাল শেষে ইসলামী ব্যাংকের আমানতের পরিমাণ ছিল এক লাখ ৩৯ হাজার কোটি টাকা। যা সোনালী ব্যাংক থেকে পাঁচ হাজার কোটি টাকারও বেশি। আর বেসরকারি ব্যাংকের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ আমানত সংগ্রহকারী পূবালী ব্যাংকের চেয়ে তিনগুণ বেশি। বর্তমানে এই ব্যাংকের আমানত প্রায় দেড় লাখ কোটি টাকা।
শুধু আমানতে নয়, ঋণ-বিনিয়োগ ও রেমিট্যান্সেও ইসলামী ব্যাংক শীর্ষে। বর্তমানে এক লাখ ৩৮ হাজার কোটি টাকা বিনিয়োগ রয়েছে এই ব্যাংকের যা দেশের মোট বিনিয়োগের ১২ শতাংশের বেশি। বৈদেশিক মুদ্রায় শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক। সারা বিশ্ব থেকে যে পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে আসে তার ২৯ শতাংশ আসে ইসলামী ব্যাংকের মাধ্যমে। আরব দেশগুলো থেকে যেসব রেমিট্যান্স আসে তার ৫২ শতাংশ আসে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ক্ষুদ্র ঋণ বিতরণে ইসলামী ব্যাংক শীর্ষে রয়েছে। সারা দেশে প্রায় ৩০ হাজার গ্রামের ১৬ লাখ গ্রাহক এই ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় রয়েছে। যাদের ৯২ শতাংশই মহিলা। গ্রামীণ অর্থনীতি মজবুত ও বেগবান করতে এসব মহিলা ভূমিকা রাখছেন।
প্রবাসীদের বিশ্বস্ত ব্যাংক এই ইসলামী ব্যাংক। দেশের রেমিট্যান্স-যোদ্ধা, প্রবাসীদের আয় ব্যাংকিং চ্যানেলে আহরণের ভূমিকা পালন করছে এই ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এককভাবে দেশের এক-তৃতীয়াংশ রেমিট্যান্স আহরিত হয় এই ব্যাংকের মাধ্যমে। বিভিন্ন সূত্রে জানা গেছে, এই ব্যাংকের প্রায় ১২ বিলিয়ন ডলারের বেশি বৈদেশিক মুদ্রা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে জমা আছে। গত নভেম্বর মাসেও রেমিট্যান্স আহরণে শীর্ষে ছিলো এই ব্যাংক। দেশের প্রায় এক কোটি ৯০ লাখ গ্রাহক আস্থার সাথে এক লাখ ৫২ হাজার কোটি টাকা জমা রেখেছে এই ব্যাংকে যা দেশের মোট আমানতের এক দশমাংশ। কাজেই ইসলামী ব্যাংকের কোনো সমস্যা হওয়া মানেই দেশের অর্থনীতির ভিত নড়ে যাওয়া। তাই আমানতকারী ও বিনিয়োগ গ্রহীতাদের কষ্টার্জিত আমানত নিরাপদ থাকুক এমনটাই প্রত্যাশা সকলের।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post